You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of January #1|Goal that I want to achieve in 2025.

in Incredible India11 days ago

প্রতিটা মানুষের জীবনের সমাজ এবং পরিবার ছাড়াও তার নিজের একটা জীবন আছে। আমরা শুধুমাত্র আমাদের পরিবারের প্রয়োজন মেটাতে গিয়ে নিজেদের জীবন সম্পর্কে অনেক কিছুই ভুলে যায়। নিজেরা কখন হেসেছিলাম সেই কথাটাও ভুলে যাই, কিন্তু দিনশেষে একটা জিনিস আমরা বুঝতে পারি আমি আমার ছাড়া আমার আর কেউ নাই। এই কথাটা যেদিন বুঝতে পারবেন সেদিন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না।

আসলে দিদি প্রতিনিয়ত মানুষ আমাদেরকে ঠকাচ্ছে কিছু মানুষ এমন ভাবে অপমান করছে। যেটা বলে বোঝানো সম্ভব না। আমার কাছে মনে হয় আমি যদি ভুল করি তাহলে সরাসরি গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু কেউ যদি আমাকে তার নিজের ভুলের জন্য দোষারোপ করে। তাহলে আমি তার কাছে কখনোই ক্ষমা চাইবো না। আপনার কথার সাথে আমিও সহমত পোষণ করছি বিশ্বাস করাটা আমাদের ধর্ম, যে বিশ্বাস ভঙ্গ করে সেটা তার কর্ম।

কারো কাছে কোন কিছু প্রত্যাশা করার চাইতে নিজের কর্মের উপর নির্ভর করাটা অনেক বেশি প্রয়োজন। কারণ আপনার কর্ম আপনার সফলতা এনে দিতে কার্যকরী ভূমিকা পালন করবে। কারো কাছে প্রত্যাশা করলে আপনি দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। ২০২৫ সালে যে বিষয়গুলো আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। সেগুলো অবশ্যই আপনার পূরণ হোক এটাই কামনা করি সৃষ্টিকর্তার কাছে। ভালো থাকবেন।

Sort:  
 11 days ago 

@rubina203 জীবনের অঙ্কটা বই খাতার অঙ্কের চাইতে খানিক পৃথক, আপনি চাইলে বই খাতার অঙ্ক অনেক পদ্ধতিতে সমাধান করতে পারবেন।
সেটা আলাদা বিষয় কিছু অঙ্ক মিলবে আবার কিছু অঙ্কে অবশিষ্ট থেকে যাবে।

রইলো জীবনের অঙ্কের বিষয়, এক্ষেত্রে অঙ্ক কষা আমাদের ধর্ম কিন্তু অবশেষে সেটা মিলবে কি মিলবে না তার দায়ভার সৃষ্টিকর্তা উপরে।

সমস্যা হল, বেশিরভাগ ক্ষেত্রেই জীবনের অঙ্ক কষতে বসে মানুষ আগে মিলানোর চিন্তা করেন, ফলস্বরূপ অঙ্কে মন কম আর ফলাফলের চিন্তায় বেশি সময় ব্যতীত হয়!

আর এখানেই সমস্যা সৃষ্টির সূত্রপাত। আমাদের উচিত সর্বাগ্রে নিজেকে ভাল রাখা, উন্নত করা।
সকলকে খুশি করা কখনোই সম্ভব নয়, তাই যে কাজে বিবেক সায় দেয় আর সৃষ্টিকর্তা খুশি হন, সে পথে হাঁটাই শ্রেয়।

মানুষের নালিশের অন্ত নেই, এমনকি তারা সৃষ্টিকর্তাকেও দোষারোপ করতে পিছপা হন না! মানুষ তো কোন ছাড়! কাজেই, সব কথা গায়ে না মাখাই ভালো।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.037
BTC 100334.87
ETH 3157.20
SBD 5.03