You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of January #1|Goal that I want to achieve in 2025.

in Incredible India13 days ago (edited)

আমি আগেও অনেক বার বলেছি, আপনি অনেক চমৎকার লেখেন! যা অতুলনীয় যা শিক্ষণীয় প্রতিটা মানুষের জীবনের জন্যই প্রয়োজন। কেননা আপনি যা লেখেন তা বাস্তব জীবনের শিক্ষা থেকে পেয়ে! আমাদের সাথে শেয়ার করেন, আজকের এত সুন্দর একটি কনটেস্টে আপনি অংশগ্রহণ করে! ইনক্রেডিবল কমিউনিটির, আমাদের মতন নতুন পাঠকদের মনের ভিতর আরো আগ্রহ জাগিয়ে তুললেন, সামনের দিনগুলো আমাদের কিভাবে চলা উচিত। নিউটনের তৃতীয় সূত্র বলা হয়েছিল! প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে,

এই পৃথিবীর মানুষদের আমরা যা কিছু দেবো, তার প্রতিক্রিয়া অবশ্যই ঘটবে! ভালো হোক, আর মন্দ হোক, এইটা চিরন্ত সত্য, সৃষ্টিকর্তার কাছে সবাই সমান।
আপনার পোস্টটি পড়ে একটা বিষয় আমার কাছে অনেক ভালো লেগেছে। মানুষ,মানুষকে মনে করে দুইটা কারণে, একটি হলো নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করা আর অপরটি হল মানুষের সাথে খারাপ কাজ করে। এই দুই লাইনের কথা গুলোর মধ্যে মানুষের আচার ব্যবহার ও মূল্যবোধ ইত্যাদি সব কিছুই তুলে ধরেছেন !যা পোস্টটিকে আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে।

The process of learning is paramount; it is preferable to remain a student rather than consider oneself a master. This mindset fosters a continuous thirst for knowledge. Often, we fail to appreciate the value of what we have until we no longer possess it

আমি আপনার উপরের এই কথাটুকু একমত পোষণ করি, আমাদের সবারই উচিত এই বিষয়গুলি মেনে চলা! তাহলেই তো জীবন আলোর পথ খুঁজে পাবে । আপনাকে ধন্যবাদ দিদি, এত সুন্দর ভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  


1000341978.png

Curated by : @miftahulrizky

 12 days ago 

Thank you @miftahulrizky Sir for supporting me 💕

 12 days ago 

@mdsuhagmia প্রথমেই আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

ছাত্রাবস্থায় নিশ্চই দেখেছেন, শিক্ষক শিক্ষিকাদের নজর প্রথম সারি আর শেষের সারিতে বসা স্টুডেন্টদের উপরেই বেশি থাকতো।

তারা জানতেন এক দল স্কুলের নাম উজ্জ্বল করবে, আরেক দল যারা কেবলমাত্র গল্প করতেই ক্লাসে আসে।

মাঝের দিকে নজর খুব কম পড়ে। যদি আপনার খাবারের টেবিলে দুটো জলের বোতল থাকে, দেখবেন প্রথমে রাখা বোতলে আপনার হাত আগে যাবে, প্রথমটা ডিঙিয়ে দ্বিতীয় টায় নয়।

জীবনটাও সেরকমটাই, হয় খুব ভাল করে সবার থেকে ভিন্ন হয় কেউ, আবার কেউ খুব খারাপ কাজ করে।

কর্মের ভিত্তিতে মনে থাকে দুপক্ষই।

 12 days ago (edited)

আমার কমেন্টের প্রেক্ষাপটে অনেক সুন্দর ভাবে। উদাহরণের মাধ্যমে উত্তর দিয়েছেন। আমি এই আশাই করি, ভবিষ্যতে আমার জন্য মঙ্গল কিছু নিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে দিদি।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.037
BTC 100334.87
ETH 3157.20
SBD 5.03