You are viewing a single comment's thread from:
RE: The January Contest#1 by sduttaskitchen| Me and my city!
ঢেঁকিতে চাল ভাঙা, শীতের সকালে পিঠে বানানোর আয়োজন, সরস্বতী পুজোর আনন্দ সবই যেন জীবনের একেকটি রঙিন অধ্যায়।
- আপনি একদম সঠিক বলেছেন, এগুলো সত্যিই এক একটি রঙিন অধ্যায়। সবকটি অধ্যায় একটি পোস্টে শেয়ার করা সম্ভব নয়,এমন আরো কত যে অধ্যায় ঘিরে রয়েছে নিজের ছোটবেলা, তার হিসাব মিলানো কঠিন। সত্যি বলতে গ্রামের পরিবেশের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্কের কথা শহরে থাকা মানুষেরা কোনোদিনই উপলব্ধি করতে পারবে না। আর যাদের ছোটবেলা কেটেছে গ্রামে, তবে প্রয়োজনের কারণে আজ তারা শহরে বাস করে, তাদের কাছে প্রকৃতির সেই টান আজীবন একই থাকবে। সুযোগ পেলেই ছুটে যেতে ইচ্ছে করবে গ্রামের প্রকৃতির কাছে। যেখানে মন খুলে নিজের ছোটবেলার স্মৃতিচারণ করা সম্ভব হবে। আর ঠিক এই কারণে আপনি, আমি, আমরা প্রত্যেকেই হয়তো সেই সুযোগের অপেক্ষায় থাকি। যাইহোক আপনার লেখা, আপনার মন্তব্য, আপনার শব্দচয়ন বরাবর আমার ভীষণ পছন্দের। ভালো থাকবেন।
Sort: Trending
[-]
steemcurator08 (54) yesterday