You are viewing a single comment's thread from:

RE: The January Contest#1 by sduttaskitchen| Me and my city!

in Incredible India3 days ago

আপনার লেখাটি মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি শব্দে আপনার গ্রাম ও শৈশবের প্রতি মমত্ববোধ, আবেগ আর ভালোবাসা স্পষ্ট। ছোটবেলার সেই সরলতা, আন্তরিকতা আর নিস্তব্ধ পরিবেশের যে বর্ণনা দিয়েছেন, তা যেন আমাদেরকেও নিয়ে যায় সেই স্মৃতিময় দিনে। ঢেঁকিতে চাল ভাঙা, শীতের সকালে পিঠে বানানোর আয়োজন, সরস্বতী পুজোর আনন্দ সবই যেন জীবনের একেকটি রঙিন অধ্যায়।

আপনার লেখা শুধু স্মৃতিচারণ নয়, এটি যেন একটি মনের গভীর থেকে আসা আহ্বান, যা আমাদেরও গ্রামের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। বর্তমান আর অতীতের মধ্যে পার্থক্য তুলে ধরে, প্রযুক্তির প্রভাব ও মানবিকতার ক্ষয় নিয়ে আপনার পর্যবেক্ষণ অত্যন্ত বাস্তব এবং চিন্তাজাগানিয়া।

গ্রামের সূর্যোদয় আর সূর্যাস্তের যে মুগ্ধকর বর্ণনা দিয়েছেন, তা মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্কের কথা। এই আবেগঘন লেখাটির জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। এমনই সুন্দর গল্প ও অনুভূতি আমাদের আরো শোনান। আপনার প্রতিভার প্রতি শ্রদ্ধা।

Sort:  
 2 days ago 

ঢেঁকিতে চাল ভাঙা, শীতের সকালে পিঠে বানানোর আয়োজন, সরস্বতী পুজোর আনন্দ সবই যেন জীবনের একেকটি রঙিন অধ্যায়।

  • আপনি একদম সঠিক বলেছেন, এগুলো সত্যিই এক একটি রঙিন অধ্যায়। সবকটি অধ্যায় একটি পোস্টে শেয়ার করা সম্ভব নয়,এমন আরো কত যে অধ্যায় ঘিরে রয়েছে নিজের ছোটবেলা, তার হিসাব মিলানো কঠিন। সত্যি বলতে গ্রামের পরিবেশের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্কের কথা শহরে থাকা মানুষেরা কোনোদিনই উপলব্ধি করতে পারবে না। আর যাদের ছোটবেলা কেটেছে গ্রামে, তবে প্রয়োজনের কারণে আজ তারা শহরে বাস করে, তাদের কাছে প্রকৃতির সেই টান আজীবন একই থাকবে। সুযোগ পেলেই ছুটে যেতে ইচ্ছে করবে গ্রামের প্রকৃতির কাছে। যেখানে মন খুলে নিজের ছোটবেলার স্মৃতিচারণ করা সম্ভব হবে। আর ঠিক এই কারণে আপনি, আমি, আমরা প্রত্যেকেই হয়তো সেই সুযোগের অপেক্ষায় থাকি। যাইহোক আপনার লেখা, আপনার মন্তব্য, আপনার শব্দচয়ন বরাবর আমার ভীষণ পছন্দের। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.040
BTC 92103.41
ETH 3213.49
USDT 1.00
SBD 8.75