RE: ইচ্ছাপূরণের গল্প- গঙ্গাসাগর দর্শন(প্রথম পর্ব)
না এটি বঙ্গোপসাগরের আরেক নাম নয়। এটি আসলে গঙ্গা এবং বঙ্গোপসাগরের মিলন স্থল, যা গঙ্গাসাগর নামে পরিচিত। এখানে কপিল মুনির একটা আশ্রম রয়েছে, যেখানে পৌষ সংক্রান্তিতে বিশাল মেলা আয়োজিত হয়, যে মেলা আমাদের হিন্দু ধর্মের সব থেকে বড় বড় মেলার মধ্যে দ্বিতীয়।
হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য এটি একটা পূণ্যভূমি। আমরা সকলে এটা বিশ্বাস করি এই জায়গাতে একবার তীর্থ করতে গেলে আমাদের মানব জীবন সার্থক হয়।
আপনি আমার পোস্টটা ভালোভাবে পড়েছেন এবং মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।
মধ্যবিত্ত পরিবারে বাবা মায়েদের জীবন কাহিনী সব দেশে একই হয়।তাদের অনুভূতির বেশিরভাগটাই অব্যক্ত থাকে। তবে যখন নিজেরা মা বাবা হই, যদি তখনও যদি বাবা-মায়ের অব্যক্ত কথাগুলোকে না বুঝতে পারি, তাহলে বোধহয় সন্তান হওয়াটাই বৃথা।
জীবনে অনেক কিছু দিতে না পারলেও ভালো সময় উপহার দিলেই বাবা-মায়েরা খুব খুশি থাকে। যদিও এটা আমার ব্যক্তিগত অনুভূতি। তবে আশা করি আপনিও তাতে সহমত হবেন। ধন্যবাদ আরও একবার ভালো থাকবেন।