You are viewing a single comment's thread from:

RE: ইচ্ছাপূরণের গল্প- গঙ্গাসাগর দর্শন(প্রথম পর্ব)

in Incredible India2 days ago

গংগা নদীর নাম জানা থাকলেও এই নামে যে সাগর রয়েছে তা আমার এতদিন অজানা ছিল। এটা কি বঙ্গোপসাগরের আরেক নাম? খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন পরিবারের সাথে। পরব্রতী পোষ্টে অন্যান্য ছবি গুলো দেখার অপেক্ষায় থাকলাম।

মধ্যবিত্ত মা বাবাদের যে অব্যক্ত কথা থাকে তা আপনার পোস্টের মাধ্যমে অনেকটাই যেন ব্যক্ত হয়ে গেল। ধন্যবাদ সুন্দর ব্লগ উপহার দেবার জন্য।

Sort:  
 2 days ago 
  • না এটি বঙ্গোপসাগরের আরেক নাম নয়। এটি আসলে গঙ্গা এবং বঙ্গোপসাগরের মিলন স্থল, যা গঙ্গাসাগর নামে পরিচিত। এখানে কপিল মুনির একটা আশ্রম রয়েছে, যেখানে পৌষ সংক্রান্তিতে বিশাল মেলা আয়োজিত হয়, যে মেলা আমাদের হিন্দু ধর্মের সব থেকে বড় বড় মেলার মধ্যে দ্বিতীয়।

  • হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য এটি একটা পূণ্যভূমি। আমরা সকলে এটা বিশ্বাস করি এই জায়গাতে একবার তীর্থ করতে গেলে আমাদের মানব জীবন সার্থক হয়।

  • আপনি আমার পোস্টটা ভালোভাবে পড়েছেন এবং মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

  • মধ্যবিত্ত পরিবারে বাবা মায়েদের জীবন কাহিনী সব দেশে একই হয়।তাদের অনুভূতির বেশিরভাগটাই অব্যক্ত থাকে। তবে যখন নিজেরা মা বাবা হই, যদি তখনও যদি বাবা-মায়ের অব্যক্ত কথাগুলোকে না বুঝতে পারি, তাহলে বোধহয় সন্তান হওয়াটাই বৃথা।

  • জীবনে অনেক কিছু দিতে না পারলেও ভালো সময় উপহার দিলেই বাবা-মায়েরা খুব খুশি থাকে। যদিও এটা আমার ব্যক্তিগত অনুভূতি। তবে আশা করি আপনিও তাতে সহমত হবেন। ধন্যবাদ আরও একবার ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.040
BTC 94487.77
ETH 3419.70
USDT 1.00
SBD 3.51