RE: খাসির মাথা ও মগজ রান্নার রেসিপি
প্রথমে জানাই দিদি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও আমাকে এত সুন্দর একটি কমেন্ট করেছেন।দিদি আপনার এই মন্তব্যটা পড়ে আমার সত্যিই অনেক ভালো লাগলো।
আপনি যে ভোরবেলা ঘুমাতে যান আর সময়ের অভাবে মাছ-মাংস কেনা হয় না,সেটা পুরোপুরি বুঝতে পারছি। আমিষ খাবার ঘরে রাখলে যে দুর্গন্ধ হয়, সেটাও অনেকের ক্ষেত্রেই সমস্যা হয়। তাই আপনার সিদ্ধান্ত বেশ বাস্তব সম্মত। তবে মাটন খেতে আপনার ভালো লাগে শুনে মনটা খুশি হলো।
আপনার ইচ্ছাটা খুব মিষ্টি পাশে থাকলে খালি বাটি নিয়ে বেল বাজিয়ে নিয়ে আসতেন, এটা পড়ে সত্যিই মনে হল,দূরত্বের কারণে কত ছোট কিন্তু মধুর জিনিস মিস করি আমরা।
আপনার এই আন্তরিক মন্তব্যের জন্য আবারো আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার জীবনযাত্রার গল্প শুনে মনে হলো আপনি বেশ রুচিশীল এবং ভোজনরসিক। আর আমি চেষ্টা করব আরো ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে,যাতে সময় স্বল্পতা থাকলে আপনি যেন কোনটা বানিয়ে নিতে পারেন। দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন সুস্থ থাকবেন।