Greetings to all members of the Steemit platform on the occasion of two years of this community 🥳

in Incredible India7 months ago (edited)
Happy Anniversary Incredible India community 2nd year 🥳 20240515_204155_0000.png

একসাথে পথ চলা প্রিয় লেখক লেখিকা,
কেমন আছেন আপনারা?

মানুষ বছর উদযাপন করে থার্টিফার্স্ট নাইটে। আর এই রাত্রে হরেক রকমের বাজি ফটকা আকাশে উড়িয়ে দেয় এবং চমৎকার ঝলমল ঝলমল আলো ঝরে পড়ে এবং অত্যন্ত চমৎকার একটি আওয়াজ হয়।

আজ দেখতে দেখতে দীর্ঘ দুটি বছর অতিক্রম করতে চলেছে আমাদের এই কমিউনিটি। সেই তো জয়েন করেছি সবে মাত্র, দেখতে দেখতে দিন সপ্তাহ মাস বছর অতিক্রম করে আজ দুটি বছর উদযাপন হতে চলেছে আমাদের এই কমিউনিটির।

পৃথিবীতে আল্লাহতালা কত মানুষ প্রেরণ করেছেন আবার কত মানুষ কে আল্লাহ তাআলা নিয়ে গেলেন হিসাব করা বাহুল্য।

মানুষ পৃথিবীতে আসবে আবার সেই মানুষ পৃথিবী থেকে চলে যাবে আর এটাই নিয়ম কেউ এই পৃথিবীতে চিরদিনের জন্য বেঁচে থাকে না; অমর নয়! কিন্তু তার আচার ব্যবহার আখলাক মানুষ মানুষকে অমর করে রাখে।

আমরাও একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে মায়া মমতা ভালবাসার বন্ধন সমস্ত কিছু। অর্থ সম্পদ, জ্ঞান, সুনাম কোন কিছুই নিয়ে যেতে পারবো না! ভালো কিছু করে গেলে আপনি ধন্য।

সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি একটি কথাই বলতে চাই; আমরা এই কমিউনিটিতে অনেকেই অনেক পুরাতন আবার অনেকেই নতুন।

আমি পুরাতন হয়ে এই কমিউনিটির জন্য কি করলাম, কমিউনিটিকে কোথায় দেখতে চাই কিভাবে দেখতে চাই সবকিছুই যেন সময়ের সাথে সাথে মনে পড়ে এবং ভাবায়! আসলে শুধুমাত্র একসাথে কাজ করি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়!
কেন এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়? কেননা যে যেখানে থাকে বা সময় দিয়ে থাকে অবশ্যই তার ভাবনা-চিন্তা রাখা উচিত দরকার সেখানকার বিষয়ে।


আজ আমার পথচলা দেড় বছর হলো এই কমিউনিটির সাথে। অনেক ব্যক্তিদের দেখেছি যারা অনেক উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে নিজেদের লেখা ভাগ করত কমিউনিটির সাথে তাদের মধ্যে অনেকেই হয়তোবা এই প্লাটফর্ম ছেড়ে চলে গেছে আবার কেউ বা বিভিন্ন জায়গায়।

তো আমি যেন এই প্লাটফর্মের সাথে সম্পৃক্ত থাকতে পারি এজন্য সবার কাছে দোয়া চাই এবং এই কমিউনিটির সাথে যেন যুক্ত থাকতে পারি।

যেহেতু এই কমিউনিটির আজ দুটি বছর পূর্ণ হয়ে গেল এজন্য কমিউনিটির সকল সদস্য এবং অ্যাডমিনিস্ট্রেটর টিম সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এই কমিউনিটি তৈরি করেছে আমাদের এডমিন দিদি। যার অক্লান্ত পরিশ্রম আজ আমাদের এই কমিউনিটি এত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু বাহির থেকে বোঝা যায় না কমিউনিটি দার কারণ কতটা কঠিন!

দিনের পর দিন রাতের পর রাত জাগিয়ে তিলে তিলে গড়ে তুলছে এই কমিউনিটি। আর সেই কমিউনিটির আজ দ্বিতীয় বছর পূর্ণ হল। কমিউনিটির জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সকলকে সাথে নিয়ে কমিউনিটি যেন আরো অনেক অনেক দূর অগ্রসর হতে পারে সেই দোয়া রইল।

একই সাথে কমিউনিটির জন্য যেন আমি কোন কিছু করতে পারি আমরা সকলেই যেন কমিউনিটির উপকারে আসে এজন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজেদের চেষ্টা চালিয়ে যেতে হবে। কমিউনিটিকে শীর্ষে পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নিজেদের একটু সময় দিতে হবে।

আজকের লেখা আমি এ পর্যন্ত এই সমাপ্তি করতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। দিন শেষে আমরা সকলেই এই প্ল্যাটফর্মের লেখক লেখিকা। সুতরাং সবাই সবার জন্য দোয়া করবেন।

10% for beneficiary in community @meraindia account

25% to beneficiary @null account for price increase.


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Sort:  
Loading...
 7 months ago 

প্রিয় ভাই, কমিউনিটির দুই বছর পূর্তি উপলক্ষে আপনাকেও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। কেননা আপনিও এই কমিউনিটির একজন অন্যতম সদস্য। আপনার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুই শিখেছি। এছাড়াও এ্যাডমিন ম্যাম, পিয়া দিদি, সম্পা দিদি, রুবিনা আপু সবার কাছ থেকেই শিখেছি। সব মিলিয়ে আমরা দারুণ একটি পরিবার।

আপনার প্রতি দোয়া রইলো। কমিউনিটির সাথে আপনার এবং আমাদের পথচলা যেন সুদীর্ঘ হয়।

 7 months ago 

অনেক অনেক ধন্যবাদ জানাই লেখাটি অধ্যায়ন করে আপনার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করার জন্য। চেষ্টা করি যতটুকু সম্ভব সবার মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

সময় খুব দ্রুতই চলে যায়। কমিউনিটির ২ বছর পূর্ণ হলো। যদিও খুব কম সময়ই আমি স্টিমিট প্লাটফর্ম এবং Icredible India কমিউনিটির সাথে যুক্ত
হয়েছি।এই ক্ষুদ্র সময়েই কমিউনিটির থেকে যে সাপোর্ট পেয়েছি তা সত্যিই অতুলনীয়। এই কমিউনিটি এগিয়ে যাক আরও অনেক দূর সেই প্রত্যাশা করি। আমরা যারা কমিউনিটিতে কাজ করছি তারা যেন এভাবেই কাজ করে যেতে পারি।
আপনার জন্যও অনেক দোয়া এবং শুভকামনা রইলো। কমিউনিটিতে যেন আপনার পথ চলা আরও সুদীর্ঘ হয়।

 7 months ago 

ইনশাল্লাহ কমিউনিটির সাথে থেকে আরও অনেক দূরে এগিয়ে যাবেন অনেক অনেক দোয়া রইল।

 7 months ago 

দুই বছর পূর্তি উপলক্ষে আপনি চমৎকার একটি পোস্ট লিখলেন।আপনার পথচলা কেমন হয়েছে এবং আপনার অনুভূতি আমাদের সাথে ভাগ করে নিলেন।

আপনি ঠিকই বলেছেন একটি কমিউনিটি পরিচালনা করা এতটা সহজ কাজ নয়। কি পরিমাণ পরিশ্রম করতে হয় তা আমরা দিদি ও মডারেটর দের কাজ দেখলে বুঝতে পারি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট লেখার জন্য।

 7 months ago 

একদম তাই, অনেক পরিশ্রম করতে হয়, অক্লান্ত পরিশ্রম করতে হয়।

 7 months ago (edited)

আসলে গত কালকে বিশেষ করে আমরা যারা এই কমিউনিটিতে কাজ করি তাদের সবার জন্য একটা বিশেষ দিন ছিল। গতকাল আমাদের কমিউনিটির দুই বছর পূর্তি হয়েছে।
আপনিতো শুরুর দিক থেকেই কমিউনিটির সাথে আছেন, তাই আপনার অনুভূতিটা অন্য রকমই হওয়ার কথা।

তবে আমার কাজ করার সময় আপনার মত এত বেশি দিনের না হলেও এর সাথে একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। সত্যিকার অর্থে এখান থেকেই আমি আমার কাজ শুরু করেছি।
সবার কাছ থেকে যে পরিমাণ সহযোগিতা পেয়েছি তাতে এই কমিউনিটিকে এখন নিজের ঘর বলেই মনে হয়।
তবে একটা কমিউনিটি চালানো মুখের কথা না। এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে পরিশ্রম। যার কারণে বলতে গেলে এই কমিউনিটির দুই বছর পূর্তি উপলক্ষে সবটুকু ধন্যবাদ এ দিদির প্রাপ্য।

দুই বছর পূর্তি উপলক্ষে এতো চমৎকার একটা লেখা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো এবং সুস্থ থাকবেন সব সময়।

 7 months ago 

দোয়া করবেন কমিউনিটির সাথে থেকে যেন অনেক দূর অগ্রসর হতে পারি এবং কমিউনিটি সহ সকলেই।

আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপনি অনেক দূর প্রশংসা করেন এই কমিউনিটির সাথে থেকে এই প্লাটফর্মে থেকে। অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।

 7 months ago 

আমাদের কমিউনিটির দুই বছর পূর্তি উপলক্ষে জানাই অসংখ্য শুভেচ্ছা। দোয়া করি এই কমিউনিটির সাথে আমাদের সবার পথ চলাটা আরো দীর্ঘায়ু হোক। যদিও আমি এই কমিউনিটির বেশিদিন যুক্ত হওয়ার হয়নি। তারপরও এই কমিউনিটির যতটা সাপোর্ট পেয়েছি যা বলার মত নয়।

কমিউনিটির দুই বছর পূর্ণ হওয়ার উপলক্ষে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.38
JST 0.060
BTC 96774.60
ETH 3704.23
SBD 4.13