You are viewing a single comment's thread from:

RE: Greetings to all members of the Steemit platform on the occasion of two years of this community 🥳

in Incredible India8 months ago (edited)

আসলে গত কালকে বিশেষ করে আমরা যারা এই কমিউনিটিতে কাজ করি তাদের সবার জন্য একটা বিশেষ দিন ছিল। গতকাল আমাদের কমিউনিটির দুই বছর পূর্তি হয়েছে।
আপনিতো শুরুর দিক থেকেই কমিউনিটির সাথে আছেন, তাই আপনার অনুভূতিটা অন্য রকমই হওয়ার কথা।

তবে আমার কাজ করার সময় আপনার মত এত বেশি দিনের না হলেও এর সাথে একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। সত্যিকার অর্থে এখান থেকেই আমি আমার কাজ শুরু করেছি।
সবার কাছ থেকে যে পরিমাণ সহযোগিতা পেয়েছি তাতে এই কমিউনিটিকে এখন নিজের ঘর বলেই মনে হয়।
তবে একটা কমিউনিটি চালানো মুখের কথা না। এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে পরিশ্রম। যার কারণে বলতে গেলে এই কমিউনিটির দুই বছর পূর্তি উপলক্ষে সবটুকু ধন্যবাদ এ দিদির প্রাপ্য।

দুই বছর পূর্তি উপলক্ষে এতো চমৎকার একটা লেখা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো এবং সুস্থ থাকবেন সব সময়।

Sort:  
 8 months ago 

দোয়া করবেন কমিউনিটির সাথে থেকে যেন অনেক দূর অগ্রসর হতে পারি এবং কমিউনিটি সহ সকলেই।

আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপনি অনেক দূর প্রশংসা করেন এই কমিউনিটির সাথে থেকে এই প্লাটফর্মে থেকে। অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.040
BTC 94744.41
ETH 3314.66
USDT 1.00
SBD 6.47