আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
বাংলা ভাষা বলছি মোরা
অনেক লজ্জা নিয়ে
সেই ভাষাতেই জন্মেছি তাও
মায়ের কোলে শুয়ে।
বলব মোরা হিন্দী উর্দু
রাজপথে সব্বাই
মিছিল করে বলব তবু
বাংলা ভাষা চাই৷
লেখক
লেখকের অনুভূতি:
আজকাল শহরাঞ্চলে আমরা শুদ্ধ বাংলা বলতে লজ্জা পাই৷ অথচ ভাষাদিবসের দিন মাতৃভাষা নিয়ে লেকচার দিই৷ এই দ্বৈতসত্তা থেকে অচিরেই আমাদের বেরিয়ে এসে শুদ্ধ মাতৃভাষার চর্চা করা উচিত।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বাংলা আমার প্রাণের ভাষা,গর্ব করে বলি,
এই ভাষাতেই শিখেছি মোরা মায়ের স্নেহ-ছলি।
অন্য ভাষার জোয়ার এলেও হারাবো না পথ,
বাংলা আমার হৃদয় জুড়ে গাইবো দিন-রাত।
মিছিল হবে, স্লোগান হবে,
বাংলাই চাই মোরা,
বুকের মাঝে আগুন জ্বলে
ভাষা আমাদের সেরা!
0.00 SBD,
4.03 STEEM,
4.03 SP
দারুন লিখেছেন
💞♥️💕
বাংলা ভাষা, মোর প্রাণের ভাষা,
মায়ের মুখের সেই মধুর ভাষা।
বলবো মোরা বাংলা ভাষা চাই,
এই ভাষাতেই মোরা বাঁচি, এই ভাষাতেই গাই।
হিন্দি, উর্দু, ইংরেজি যত,
বিদেশি ভাষার কোলাহল যত,
তবুও মোরা বলবো জোর গলায়,
বাংলা ভাষা চাই, বাংলা ভাষায়।
স্কুলে, কলেজে, অফিসে, বাজারে,
বাংলা ভাষা মোদের অহংকারে।
মায়ের ভাষা, বাবার ভাষা,
এই ভাষাতেই মোদের আশা।
বাংলা ভাষা, মোর প্রাণের ভাষা,
এই ভাষাতেই মোদের আশা।
বলবো মোরা বাংলা ভাষা চাই,
এই ভাষাতেই মোরা বাঁচি, এই ভাষাতেই গাই।
0.00 SBD,
4.01 STEEM,
4.01 SP
সুজলা সুফলা সবুজ শ্যামল
আমার এ দেশ সোনার দেশ
এই দেশেতে জন্ম মোদের,
প্রাণের ভাষা বাংলা।
এই ভাষাতে খুঁজে পাই
মায়ের মুখের মধুর হাসি,
এই ভাষাতে জুড়ায় প্রাণ
বাংলা মোদের গর্ব
বাংলা মোদের অহংকার,
এই বাংলা ভাষাই
মোদের জীবনের সব আশা ।
0.00 SBD,
4.00 STEEM,
4.00 SP
বাংলা আমার মায়ের ভাষা
জন্মেছি তার কোলে,
তবু কেনো বিদেশি ভাষায়
সাজাই কথা রোলে?
কথায় কথায় ইংরেজি ছোঁয়া,
হিন্দি-উর্দু টানে,
বাংলা থাকুক মনের মাঝে,
হারাবে না প্রাণে।
রাজপথ ভরে শপথ নেব,
বাংলাই তো চাই,
মায়ের ভাষার গৌরব রক্ষা
সবাই মিলে পাই!
0.00 SBD,
3.99 STEEM,
3.99 SP
যে ভাষাতে জন্মদাত্রীকে ডেকেছি মা বলে
সে ভাষাই তো মায়ের ভাষা।
অ, আ, ক, খ- পঞ্চাশটি বর্ণমালা, তাও
প্রাণের বাংলা যেন কোণঠাসা।
ব্রিটিশ গেছে পাঠ চুকিয়ে
চাপিয়ে গেছে ইংরেজির দান,
জাতে উঠবে বলে বাঙালী আজ
ভুলতে চেয়েছে নাড়ীর টান।
কিসের জাতে ওঠা
যার মাটিতে পা নেই
কেমনই সে শিক্ষিত
মাতৃভাষার জ্ঞান নেই?
0.00 SBD,
3.97 STEEM,
3.97 SP
মায়ের ভাষা মোদের কাছে
আজ ভীত কণ্ঠস্বরে
দ্বিভাষীতে মুগ্ধ মোরা
সাহস তখন আসে।
বাংলা ভাষার বুলি বলবো
সদা মন্ত্রমুগ্ধ হয়ে---
রাজপথ উঠুক কেঁপে তাতে
তবুও রাখবো পিছিয়ে দ্বিভাষীকে।।
বাংলা বলি, বাংলায় হাসি
বাংলায় রই ভালো,
তবু কেন অন্য ভাষার
করি এতো আলো?
রাজপথ জুড়ে চিৎকার করি
বাংলা চাই, বাংলা!
নিজের ঘরে ভুলে যাই যে
সেই ভাষা কী চাঁদ বা টাঙ্গা?
বাংলায় বলি, বাংলায় চলি,
বাংলায় যে মোদের সব
বাংলার জন্য রাজপথে আবার
আবারো নামতে পারি সব।
বাংলা আমার অহংকার
বাংলা মায়ের ভাষা,
বাংলায় কথা বলে
দূর হয়ে যায় সকল দুরাশা!
তারা বলে,
বাংলাটা আর এখন আমার,
হয়ে ওঠে না।
বহির্বিশ্বে বাংলা এখন,
মোটেও চলেনা।
বাংলায় নোবেল পেয়েছে কজন?
বাংলা তালিকায় নাই।
ল্যাটিন-গ্রিক-ফারসি-ফরাসি;
সবচেয়ে সেরা তাই।
তবুও.............
বাংলা আমার শৈশবের বুলি,
বাংলা মায়ের ভাষা।
বাংলায় আমি স্বপ্ন বুনি।
বাংলা ভালোবাসা।
বাংলা ভাষা বলছি মোরা
তবুও শিখি ইংরেজি শব্দে,
হাস্যকর, তথাপি সত্য,
আমাদের এ খেয়াল বুঝে।
ধ্বনিত হবে দেশপ্রেমে
বাংলা, আর সব গুঞ্জন মুছে,
এই ভাষাই পরিচয় দেবে,
তবে আমরা হারাবো না মুছে।