You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৩
তারা বলে,
বাংলাটা আর এখন আমার,
হয়ে ওঠে না।
বহির্বিশ্বে বাংলা এখন,
মোটেও চলেনা।
বাংলায় নোবেল পেয়েছে কজন?
বাংলা তালিকায় নাই।
ল্যাটিন-গ্রিক-ফারসি-ফরাসি;
সবচেয়ে সেরা তাই।
তবুও.............
বাংলা আমার শৈশবের বুলি,
বাংলা মায়ের ভাষা।
বাংলায় আমি স্বপ্ন বুনি।
বাংলা ভালোবাসা।