You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৩
বাংলা আমার প্রাণের ভাষা,গর্ব করে বলি,
এই ভাষাতেই শিখেছি মোরা মায়ের স্নেহ-ছলি।
অন্য ভাষার জোয়ার এলেও হারাবো না পথ,
বাংলা আমার হৃদয় জুড়ে গাইবো দিন-রাত।
মিছিল হবে, স্লোগান হবে,
বাংলাই চাই মোরা,
বুকের মাঝে আগুন জ্বলে
ভাষা আমাদের সেরা!
দারুন লিখেছেন
💞♥️💕