You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৩
মায়ের ভাষা মোদের কাছে
আজ ভীত কণ্ঠস্বরে
দ্বিভাষীতে মুগ্ধ মোরা
সাহস তখন আসে।
বাংলা ভাষার বুলি বলবো
সদা মন্ত্রমুগ্ধ হয়ে---
রাজপথ উঠুক কেঁপে তাতে
তবুও রাখবো পিছিয়ে দ্বিভাষীকে।।