শীতের সকালে গ্রামের মজা
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি। আজকের নতুন একটি ব্লগে প্রথমেই সবাইকে স্বাগতম জানাই। |
---|
বাংলাদেশ ভ্রমণে এসে ভ্রমণের অধিকাংশ সময় আমি গ্রামে কাটিয়েছি। শীতের সকালে গ্রামে অন্যরকম একটা মজা আছে। শহরে থাকলে এই জিনিসটা কখনোই অনুধাবন করা যায় না। আমি যেহেতু ২ দিন আগে পুনরায় শহরে এসেছি তাই এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। গ্রামে যে কয়দিন ছিলাম খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যেতাম। গ্রামে শুধু আমি না, সবাই খুব সকালে ঘুম থেকে উঠে যায় সে যতই শীত হোক না কেন সবার রুটিন মোটামুটি একই ধরনের থাকে। কেউ বেলা করে কখনোই ঘুম থেকে ওঠেনা। তবে শহরে এসে ঘুম থেকে উঠতে উঠতে সকাল দশটা এগারোটা বেজে যাচ্ছে।
আমি কলকাতায় থাকা অবস্থায়ও বেশ দেরি করে ঘুম থেকে উঠি। বাংলাদেশে ঘুরতে এসে গ্রামে থেকে এই কয়দিন যে আনন্দ করেছি তার তুলনা কোন কিছুর সাথেই করা যাবে না। গ্রামে থাকতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমি বেরিয়ে পড়তাম যেদিকে চোখ যায় সেই দিকে। বিভিন্ন দিকে যাওয়ার সুযোগ ছিল এই গ্রামে থাকা অবস্থায়। সকালে কুয়াশা চারদিকে থাকার কারণে দূরের জিনিসও দেখা একটু কষ্টকর হয়ে যেত। প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমি বেরিয়ে পড়তাম চাদর গায়ে দিয়ে বিভিন্ন দিকে। এই কয়দিনের মধ্যেই কেমন জানি গ্রামের মানুষের একজন হয়ে উঠেছিলাম আমি।
প্রায় তাদের মতই কিছুটা অভ্যাস আমার হয়ে গেছিল। দুইদিন হল খুলনা শহরে এসেই কেমন জানি অসহায়ের মতো লাগছে ফ্ল্যাট থেকে কোথাও ঘুরতে না যেতে পারে। সবুজ প্রকৃতির সাথে দেখা হচ্ছে না এখন । বিশেষ করে গ্রামের সেই শীতের সকালটাকে অনেক মিস করছি। এখানে কখন সকাল হচ্ছে আর কখন দুপুর হচ্ছে তাও ভালোভাবে বুঝতে পারছি না। এখানে এসে ২ দিন সূর্যের মুখও চোখে দেখতে পারিনি। এখানে আসার পর বদ্ধ ফ্ল্যাটের মধ্যে বন্ধ হয়ে রয়েছি আমি। বিগত দুইদিন ধরে একটু সন্ধ্যায় বেরিয়েছিলাম তবে তখন বের হয়ে তো আর সূর্য দেখা যায় না।
গ্রামে থাকাকালীন অবস্থায় সকালে শীতের মধ্যে বের হয়ে খুব বেশি ঠান্ডা লাগলে সূর্যের অপেক্ষা করতাম। সেই সময়ে যে ঠান্ডাটা লাগতো তার ভিতরে আলাদা একটা মজা ছিল। গ্রামের পুকুর পাড়, ঘেরের পাড়, রাস্তার বিভিন্ন পাশ থেকে গ্রামের একটা আলাদা সৌন্দর্য সবসময় দেখা যায় এই সকালবেলাতে। খুব সকালে ঘুম থেকে উঠে বের হয়ে কাঁপা কাঁপা গলায় সবার সাথে কথার বলার মধ্যেও অনেক মজা লাগে। শীতের মৌসুম যে চলছে সেই জিনিসটা খুব ভালোভাবে বোঝা যায় গ্রামে।
আমার ফোনে শীতের সকালে তোলা কিছু ফটোগ্রাফি ছিল সেগুলো দেখতে দেখতে সবকিছু মনে পড়ে যাচ্ছিল। শীতের সকাল গ্রাম থেকে যেভাবে উপভোগ করা যায় অন্য কোথাও গিয়ে সেই ব্যাপারটা উপভোগ করা যায় না। শীতের সকাল উপভোগ করার জন্য গ্রামই শ্রেষ্ঠ।
ডিভাইস | Samsung Galaxy M31s |
---|---|
ফটোগ্রাফি | @ronggin |
লোকেশন | নড়াইল, বাংলাদেশ। |
একদম সঠিক একটি কথা বলেছেন৷ শীতকালে গ্রামে থাকতে অনেক মজা লাগে৷ শীতকালে গ্রামের পরিবেশ অনেক মধুর হয়ে থাকে৷ গ্রামের পরিবেশ উপভোগ করার মধ্যে একটি আলাদা শান্তি কাজ করতে থাকে৷ সকালে প্রচুর পরিমাণে কুয়াশা পরতে থাকে এবং মানুষজনকেও দেখা যায় না৷ অনেকে লাইট জ্বালিয়ে মানুষজনকে দেখার প্রয়োজন হয়৷ আজকে আপনি খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷
গ্রামের পরিবেশ উপভোগ করার মধ্যে অন্য রকম এক শান্তি কাজ করে, আপনার এই কথার সাথে আমিও একমত ভাই। আমার শেয়ার করা এই পোস্টটি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুশি হলাম।
শীতের সকালে গ্রামে বেশ ভালোই সময় কাটানো যায়। আমি শীতের সময় সকাল সকাল ঘুম থেকে উঠে ঠিক আছে, তবে বাহিরে বের হই না খুব একটা। তবে আমি মাঝে মাঝে বাহিরে গিয়ে থাকি। শীতে সকালটা উপভোগ করার জন্য। মাঝে মাঝে যাওয়ার কারণে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি গ্রামে থাকাকালীন ভালো সময় কাটিয়েছিলেন তবে, শহরে যাওয়ার কারণে আর শীতটাকে উপভোগ করতে পারতেছেন না জেনে খারাপ লাগলো। বাংলাদেশে ভ্রমণ করতে এসে তাহলে ভালোই সময় কাটতেছে আপনার।
হ্যাঁ ভাই, বাংলাদেশে ভ্রমণ করতে গিয়ে অনেক ভালো সময়ই আমি কাটিয়েছিলাম। গ্রামে গিয়ে শীতটাকে খুব নিকট থেকে উপভোগ করেছিলাম আর কি।
শীতে সকালের গ্রামীন পরিবেশ বেশ সুন্দর লাগে আমার কাছে। আপনিও শীতের সকালের বাংলাদেশের গ্রামীন পরিবেশ বেশ সুন্দরভাবে উপভোগ করেছেন জেনে ভালো। অনেক সুন্দর ভাবে পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।
আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। ঠিক বলেছেন ভাইয়া গ্ৰাম ছাড়া শীতের অনুভূতি বুঝা খুবই কঠিন। আমি তো এখনও শীত অনুভব করতেই পারলাম। আপনি তো কিছুদিনের জন্যে হলেও গ্ৰামে এসে খুব মজা করছেন। শহরে জীবন বন্দি জীবন তাইতো কখন সূর্য উঠে আর ডুবে কিছুই টের পাওয়া যায় না। আমিও গ্ৰামে গেলে খুব সকাল সকাল উঠে পড়ি আর শীতের সকালে ঘুম থেকে উঠে কাঁপা কাঁপা গলায় কথা বলতে খুবই ভালো লাগে। আপনি ফটোগ্রাফি গুলো দেখছেন আর সেই কথা মনে হচ্ছে। সত্যিই এই মুহুর্ত কখনো ভুলার নয়।
শহর থেকে গ্রামে গেলেই শীত অনুভব করতে পারবেন আপু 🥶☃️। সময় পেলে একটু গ্রাম ঘুরে আসতে পারেন, এখনই গ্রামে মজা।
জি ভাইয়া আপনি ঠিক বলেছেন, শীতের সময় গ্রামে অনেক ভালো লাগে। বিশেষ করে গ্রামে সকালে ও সন্ধ্যায় প্রচুর কুয়াশা পড়ে। চারদিকে গাছ পালার জন্য অন্ধকার দেখা যায়। সেই শীতের মধ্যেও বিভিন্ন মানুষকে কাজ করতে দেখা যায়। আপনি ফটোগ্রাফির মাধ্যমে গ্রামের শীতের সকাল বেলার অনেক চিত্র তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
আমার শেয়ার করা শীতের সকালের ফটোগ্রাফিগুলো আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ভাই।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শীতের সকালে গ্রামের মজা। আসলে ভাই শীতের সকালে গ্রামের মজা অপরূপ সুন্দর। গ্রামে থাকলে একটু বেশি শীত অনুভব করা যায় কিন্তু গ্রামের প্রকৃতি সাথে মনে হয় প্রত্যেকটা মানুষ মিশে গিয়েছে। শীতের সময় খেজুরের রস গ্রামে সব থেকে বেশি জনপ্রিয়। ধন্যবাদ ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শীতের সকাল নিয়ে শেয়ার করা আমার এই পোস্টটি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ভাই।
শীতের মজা যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই গ্রামে বসবাস করতে হবে। গ্রামের শীতটা খুব ভালোভাবে উপভোগ করা যায় কারণ গ্রামের পরিবেশ শহরে পরিবেশের থেকেও ভিন্ন থাকে। মুক্ত বাতাসের গ্রামের মেঠো পথ চারিদিকে গাছপালা তার মধ্যে কুয়াশাসন আবহাওয়া সব মিলে দারুন একটা প্রকৃতি সৃষ্টি হয়। আর এই অনুভূতিটা সত্যিই ভালো লাগে।
শীতের সময় গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ ভিন্ন হয়ে থাকে এটা ঠিক কথা ।
বসবাস না করেও মাঝে মাঝে গ্রামে ঘুরতে গিয়ে শীতের মজা উপভোগ করা যায় ভাই।
আসলেই শীতের সময়ের গ্রামের মজা শহরে বসে অনুধাবন করা যায় না! গ্রামের পরিবেশ ই আলাদা!! আপনার শেয়ার করা ছবি গুলো দেখে যেন এক টুকরো শীতের সকালের ছোয়া পেলাম ঘরে বসেই! আমিও আপনার সাথে সম্পূর্ণ একমত যে শীতের সকাল উপভোগ করার জন্য গ্রামই বেস্ট!
শীতের আসল মজা পেতে হলে অবশ্যই গ্রামের শীতের সময় কাটাতে হবে। গ্রামের সৌন্দর্য ভিন্নভাবে উপভোগ করতে পারবেন শীতের সময়। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো সময় কাটিয়েছেন। শিশির ভেজা সকাল চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশটা অসম্ভব সুন্দর