শীতের মজা যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই গ্রামে বসবাস করতে হবে। গ্রামের শীতটা খুব ভালোভাবে উপভোগ করা যায় কারণ গ্রামের পরিবেশ শহরে পরিবেশের থেকেও ভিন্ন থাকে। মুক্ত বাতাসের গ্রামের মেঠো পথ চারিদিকে গাছপালা তার মধ্যে কুয়াশাসন আবহাওয়া সব মিলে দারুন একটা প্রকৃতি সৃষ্টি হয়। আর এই অনুভূতিটা সত্যিই ভালো লাগে।
শীতের সময় গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ ভিন্ন হয়ে থাকে এটা ঠিক কথা ।
বসবাস না করেও মাঝে মাঝে গ্রামে ঘুরতে গিয়ে শীতের মজা উপভোগ করা যায় ভাই।