আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। ঠিক বলেছেন ভাইয়া গ্ৰাম ছাড়া শীতের অনুভূতি বুঝা খুবই কঠিন। আমি তো এখনও শীত অনুভব করতেই পারলাম। আপনি তো কিছুদিনের জন্যে হলেও গ্ৰামে এসে খুব মজা করছেন। শহরে জীবন বন্দি জীবন তাইতো কখন সূর্য উঠে আর ডুবে কিছুই টের পাওয়া যায় না। আমিও গ্ৰামে গেলে খুব সকাল সকাল উঠে পড়ি আর শীতের সকালে ঘুম থেকে উঠে কাঁপা কাঁপা গলায় কথা বলতে খুবই ভালো লাগে। আপনি ফটোগ্রাফি গুলো দেখছেন আর সেই কথা মনে হচ্ছে। সত্যিই এই মুহুর্ত কখনো ভুলার নয়।
শহর থেকে গ্রামে গেলেই শীত অনুভব করতে পারবেন আপু 🥶☃️। সময় পেলে একটু গ্রাম ঘুরে আসতে পারেন, এখনই গ্রামে মজা।