কিছু রেন্ডম ফটোগ্রাফি।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে কিছু রেন্ডম ফটোগ্রাফি শেয়ার করবো। অনেক গুলো রেমন্ড ফটোগ্রাফি জমা পড়েছে। সে গুলো শেয়ার করা দরকার।
আজকে রেন্ডম ফটোগ্রাফির মধ্যে সব গুলো ফটোগ্রাফি বাস্তব জীবনকে নিয়ে ক্যাপচার করা। বর্তমান বাজার মার্কেট নিয়ে বেশ কিছু ফটোগ্রাফি রয়েছে। এতদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অনেক পোস্ট শেয়ার করেছি। অনেক দিনের পরে সবজি বাজারে স্বস্তি ফিরে এসেছে। গত দুই মাস যাবত সবজির দাম তুলনামূলক ভাবে কম ছিল। কিন্তু পবিত্র মাহে মরজানকে উসিলা করে লোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য পন্যের দাম বাড়ানোর চেষ্টা করছে। শয়তান এক মাসের জন্য বিদায় নিবে। ব্যবসায়িদের কাঁধে শয়তান তাদের দায়িত্ব দিয়ে যাবে। গতকাল থেকেই বাজারে সেটা লক্ষ করা যাচ্ছে। যায় হোক চলুন মূল পর্ব শুরু করি।
কিছুদিন আগে ৩৫ টাকা কেজি কাঁচা মরিচ নিয়ে ছিলাম। আপনাদের সবার মনে আছে, আমরা কিন্তু ৮০০/১০০০ টাকা কেজি ধরেও কাঁচা মরিচ খেয়েছিলাম। কিন্তু এখন কাঁচা মরিচের দাম অনেক কম। ব্লেন্ডার করে বা ডিপ করে কাঁচা মরিচ সংরক্ষণ করা যায়। এখন সংরক্ষণ করে নিলে কিছুদিন পরে আর চাপ পড়বে না।
অনেক দিন পরে আলু ১৫/১৮ টাকা কেজি পাওয়া যাচ্ছে। এই আলু ৮০/১০০ টাকা কেজি হয়েছিল। তবে আমি ব্যাক্তিগত ভাবে আলু সংরক্ষণ করতে পারছি না। ব্যবসায়ীরা সংরক্ষণ করছে। কিছুদিন পরেই আলুর দাম বেড়ে যাবে।
এই বছর টমেটো দিয়ে বাজার সয়লাব। বাংলাদেশে এই বছর প্রচুর পরিমাণে টমেটো চাষ হয়েছে। ১৬০/১৮০ টাকা করেও টমেটো কিনতে হয়েছে। এখন টমেটো ১৫/২০ টাকা কেজি। গত বৃহস্পতিবারে পাঁচ কেজি পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি। রসুন নিলাম ১০০ টাকা কেজি, পেঁয়াজ নিলাম ৩৮ টাকা কেজি।
ফুলকপির দামও অনেক কম। ২০/৩০ টাকা করে ফুল কপি পাওয়া যায়। আর ফুলকপির সাইজও অনেক বড়। যদিও ফুলকপির সিজন প্রায় শেষের দিকে। তবে সিজনে প্রচুর ফুল কপি খাওয়া হয়েছে। গত মাসের মাঝামাঝি সময়ে অফিস থেকে যাওয়ার পথে ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।
কিছুদিন আগে বাবুকে কোলে নিয়ে বাসার সামনে বের হয়েছিলাম। এমনি একটি ভ্যানগাড়ি করে অনেক সবজির চারা নিয়ে এসেছে। মরচি গাছটা দেখে ভালো লাগলো। সে জন্য একটি ফটোগ্রাফি ক্যাপচার করে নিলাম।
লেটুস পাতা গাছ। এগুলো আগে বাংলাদেশে সব জাগায় দেখা যেতো না। কিন্তু এখন অনেক বাড়িতে এই গাছটা দেখা যায়। অনেক বাসার ছাদে শখ করে এই গাছটি লাগিয়ে থাকে। আমি নিজে অনেক বাসার ছাদে দেখেছি। ইফতারের সময় মুড়ি চানাচুরে এই পাতাটা খাওয়া যায়।
এগুলো এক প্রকারের বাদাম। খেতে দারুন স্বাদ লাগে। আমি অবশ্য খেয়ছি কয়েকবার। কিছু দিন আগে ভ্যানগাড়িতে করে ১৫/২০ টাকা পিস বিক্রয় করেছে। রাস্তার পাশে এক ভ্যান গাড়ি থেকেই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।
বন্ধুরা দেখতে দেখতে অনেকগুলো রেন্ডম ফটোগ্রাফি শেয়ার করে ফেললাম। আশা করি প্রত্যেকটা ফটোগ্রাফি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আজ এখান থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
তারিখ | ০১-০৩-২০২৫ |
সময় | দুপুর-১.০০ |
স্থান | স্টেডিয়াম রোড,নারায়ণগঞ্জ,ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 3:52 PM]
Click Here For Join Heroism Discord Server
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
এই বাদামগুলো একদিন ভিডিওতে দেখলাম। এগুলোকে যে বাদাম বলে সেটা আমি জানতাম। তবে বাস্তবে কখনো দেখিনি খাওয়া হয়নি কখনো। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে ভাইয়া। আসলেই দীর্ঘ দুই মাস যাবত বাজার স্বস্তি এসেছে। আপনাদের ওদিকে ২০ থেকে ৩০ টাকায় ফুলকপি আমাদের এখানে তো ছোট বড় সব ১০ টাকা পিস। আমি যেহেতু মেসে থাকি মাঝে মাঝে আমাকে বাজারে যেতে হয়। আমরা যারা বাইরে থাকি তাদের জন্য এখনকার বাজার মূল্য খুবই স্বস্তিদায়ক হয়েছে। এখন বাজার করে বেশ ভালো লাগে। যাইহোক ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি সহ চমৎকার কিছু আলোচনা শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
জী এখন রমজান মাস পেয়ে আবার জিনিস পত্রের দাম বাড়তে শুরু করেছে।
খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। শেষের ফটোগ্রাফি এই বাদাম গুলো আগে দেখা হয়নি। আজকেই প্রথম দেখলাম। লেটুস পাতার ফটোগ্রাফি দেখেও খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
এই বাদাম গুলোকে অনেকে কাঠবাদাম বলে থাকে। ধন্যবাদ।
এটা একদম ঠিক বলেছেন ভাইয়া আগের চেয়ে সবজি বাজারে স্বস্তি ফিরে এসেছে। এখন সবার সাধ্যের মধ্যে সবকিছুর দাম। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া।
জী সবজির বাজার এমন থাকলেই ভালো লাগে।😄
ব্যবসায়িদের কাঁধে শয়তান তাদের দায়িত্ব দিয়ে যাবে কথাটি শুনে অনেক হাসি পেল ভাইয়া। আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন যেগুলো দেখতে অনেক ভালো লাগলো।
রমজান মাস আনলে শয়তান ব্যবসায়িদের কাঁদে তাদের দায়িত্ব দিয়ে যায়, কথাটা ১০০% সত্য।😉
বর্তমান সবজির দাম অনেকটা কমে গিয়েছে। তবে কয়েক মাস আগে সবজির এতটা দাম বেড়ে গিয়েছিলো যে বাজারে আগুন ধরে গিয়েছিলো। যাই হোক আপনার আজকের রেনডম ফটোগ্রাফির প্রত্যেকটাই সবজি সপেক্ষিক। লেটুস পাতা এবং ভিন্ন ধরনের বাদামের ফটোগ্রাফি চমৎকার লাগলো ভাই।
জী ভাই এখন সবজির দাম কম। ধন্যবাদ।
ঠিক বলেছেন এখন সব্জি বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে। কিছু দিন পর সেই স্বস্তি আর থাকবে না। সকল সব্জি আবারও ৬০-৭০টাকায় কিনতে হবে। তবে কাঁচা মরিচ এখন বিভিন্নভাবে সংরক্ষন করে রাখা যাবে। তবে ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। আমার কাছে বাদাম আর মরিচের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে।
জী অলরেডি সব কিছু বাড়তে শুরু করেছে। ধন্যবাদ।
এই ধরণের বাদাম আমি কোনদিন দেখিনি৷ খাওয়া তো অনেক পরের কথা। লেটুস আমারও খুব প্রিয়। তবে এখানে কোথাও দেখি না লেটুস হতে। বাজারেও কমই পাওয়া যায়৷ আপনার পোস্ট পরে যা বুঝলাম বর্তমানে সবজির দাম অনেকটাই কম, যা সাধারণ মানুষের পক্ষে বেশ ভালো। তবে যে ভাবে বেড়েছিল তা দেখেই এক প্রকার চক্ষু চড়কগাছ।
ছবিগুলো জীবনের প্রয়োজনীয় ছবি। দেখে বেশ ভালো লাগল।
এই বাদাম গুলো আমাদের দিকে ভালোই পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।
এই বাদাম গুলোকে আমাদের গ্রাম অঞ্চলে বাক্সা বাদাম বলে। এই বাদাম গুলো গাছ অনেক বড় হয়ে থাকে। বাদাম গুলো খেতে বেশ মজাদার এবং সুস্বাদু। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে ভাই।
জী এই বাদাম গাছ গুলো বড় বড় হয়ে থাকে। ধন্যবাদ।
রমজানের আগে বেশ ভালোই সাধ্যের মধ্যে দাম ছিল। মানে কম পরিমাণে ছিল। কিন্তু বর্তমানে রমজান আসতে না আসতেই শুরু হয়ে গেছে ছড়া দাম। এখানে তো খিরা এখন আড়াই কেজি ১০০ টাকা দিচ্ছে। আগে পাঁচ ছয় কেজি ১০০ টাকা দিয়ে কেনা হতো। বাংলাদেশে সব সময় এমনই হয়। যে সময়টায় দাম কম রাখার কথা সেই সময়টায়ই দাম বাড়তি হয়ে যায়। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।
আমাদের দিকে গতকাল থেকে এক কেজি খিরার দাম চাচ্ছে ৬০ টাকা কেজি,🫤
হাহা,তাহলে তো আমাদের এখান থেকে নিয়ে যেতে পারেন।
সব গুলো ফটোগ্রাফিক খুবই ভালো লাগলো।একদমই তরতাজা সব সবজির ফটোগ্রাফি। শীতকালে সব সবজির সিজন আর একজন্য দামটা অনেক কম ফলন বেশি হলে দাম কমে এটাই স্বাভাবিক তবে যে ভাবে আলু সংরক্ষণ করছে কৃষক তাতে করে কিছু দিনের মধ্যেই সব কিছুর দাম অনেক বেড়ে যাবে।টমেটো যখন একশো ষাট টাকা কেজি হয় তখন কিন্তুু এরকম তরতাজা টমেটো পাওয়া যায় না।দাৃ কম বর্তমান টমেটোর কিন্তুু খুব সুস্বাদু অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়।আসলে রমজান মাস সিয়ামও সাধনার মাস হলেও এই মাসে ব্যাবসায়িরা শয়তান হয়ে ওঠে।ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
এই রমজান মাস পেয়ে ব্যবসায়িরা শয়তানের বস হয়ে যায়। 🥴