রমজানের আগে বেশ ভালোই সাধ্যের মধ্যে দাম ছিল। মানে কম পরিমাণে ছিল। কিন্তু বর্তমানে রমজান আসতে না আসতেই শুরু হয়ে গেছে ছড়া দাম। এখানে তো খিরা এখন আড়াই কেজি ১০০ টাকা দিচ্ছে। আগে পাঁচ ছয় কেজি ১০০ টাকা দিয়ে কেনা হতো। বাংলাদেশে সব সময় এমনই হয়। যে সময়টায় দাম কম রাখার কথা সেই সময়টায়ই দাম বাড়তি হয়ে যায়। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।
আমাদের দিকে গতকাল থেকে এক কেজি খিরার দাম চাচ্ছে ৬০ টাকা কেজি,🫤
হাহা,তাহলে তো আমাদের এখান থেকে নিয়ে যেতে পারেন।