সব গুলো ফটোগ্রাফিক খুবই ভালো লাগলো।একদমই তরতাজা সব সবজির ফটোগ্রাফি। শীতকালে সব সবজির সিজন আর একজন্য দামটা অনেক কম ফলন বেশি হলে দাম কমে এটাই স্বাভাবিক তবে যে ভাবে আলু সংরক্ষণ করছে কৃষক তাতে করে কিছু দিনের মধ্যেই সব কিছুর দাম অনেক বেড়ে যাবে।টমেটো যখন একশো ষাট টাকা কেজি হয় তখন কিন্তুু এরকম তরতাজা টমেটো পাওয়া যায় না।দাৃ কম বর্তমান টমেটোর কিন্তুু খুব সুস্বাদু অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়।আসলে রমজান মাস সিয়ামও সাধনার মাস হলেও এই মাসে ব্যাবসায়িরা শয়তান হয়ে ওঠে।ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
এই রমজান মাস পেয়ে ব্যবসায়িরা শয়তানের বস হয়ে যায়। 🥴