ম্যানেজার (১০% টু শাই-ফক্স)
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
আমার কাছে প্রত্যেকটা নতুন ক্ষেত্রই একেকটা নতুন অভিজ্ঞতা।ক্ষেত্র বলতে বুঝিয়েছি,আমার বর্তমান অবস্থাকে।
এসব কথা না বলে সরাসরি প্রসঙ্গে যাই-
মেস লাইফের একটা অত্যাবশকীয় পদ হলো ম্যানেজারের পদ।অনিচ্ছার জন্যই এই দেড় বছরে একবারো আমি ম্যানেজারের পদটা নিইনি।এক্ষেত্রে আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করি,কারণ আমার অনিচ্ছাটাকে আমার মেসমেটরা প্রাধান্য দিয়েছে।আর এর জন্য আমি অবশ্যই তাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো।
অন্যান্য মেসে একটা কমন ব্যাপার দেখেছি,যেটা হচ্ছে ম্যানেজার প্রতি বাজারেই বাজারের ব্যাগ ভরানোর পাশাপাশি নিজের পকেটটাও ভরায়।সত্যি কথা বলতে,আমার মেসে কেউই এমন কোনো কাজ করেছে বলে জানা যায়নি।তবে সমস্যা হলো আমাদের খাবারের মেনুটা নিয়ে।গত দুই তিন মাস ধরে বলার পরেও আহামরি কোনো পরিবর্তন আনতে পারিনি মেনু চার্টে।
তাই সবাইকে বলে,এই মাসে ম্যানেজারের দায়িত্বটা আমিই নিয়েছি।আর আমার লাইফে এটাই ফার্স্ট টাইম এই দায়িত্ব পালন করার।তাই অভিজ্ঞতা একদম জিরো।ম্যানেজারিটা নেওয়ার একটাই কারণ,আমি একটু ভালো খেতে চাই।আমি বলতে সবার খাবারেই একটু পরিবর্তন আনতে চাই আরকি।
সেই সূত্রেই মাসের শুরুতে মানে গত ১ তারিখে গিয়েছিলাম বাজারে।আমি,আসিফ,ছোট ভাই হিমেল আর আমাদের মেসের মালিক আংকেল-এই চারজন মিলে সেদিন গিয়ে এক সপ্তাহের বাজার করে এসেছি।
যেহেতু,বাজারে যাওয়া হয়নি মেস চেইঞ্জ করার পর তাই জিনিসপাতির দাম সম্পর্কে খুব একটা অবগত ছিলাম না।এতোদিন পর বাজারে গিয়ে সবকিছুর দাম শুনে মনে হলো,নিজের বাড়ির বাজারও বোধয় দুই তিনজনের সাথে ভাগে করতে হবে।
যেই মুরগী মাঝে মাঝে ১০০ টাক কেজি গেছে,সেই মুরগী নিয়েছি ২১০ টাকা কেজিতে।এমনিতেই একদম মাসের শুরু,কোনো সদস্যই মিলের টাকা দেয়নি-তার মধ্যে জিনিসপাতির এতো এতো দামে হাতে হারিকেন ধরতে হয়েছিল।
প্রথম বাজারে এইজন্যই আমাদের আংকেল আমাদের বাজারের টাকা দেন এবং সবাই টাকা দিলে তিনি তার পাওনাটা বুঝে নেন।
আদা,হলুদ থেকে শুরু করে মাছ মাংস সবকিছু নিয়েছিলাম এক সপ্তাহের জন্য।সেদিন সবমিলিয়ে ৩৩০৬ টাকার বাজার করেছিলাম আমরা।
প্রথমে ভেবেছিলাম,দায়িত্বটা খুব একটা কঠিন না।তবে সবচেয়ে প্যারার জায়গা হলো খালা।এনাকে একটু সুযোগ দিলেই প্রয়োজনের বেশি সবকিছু নেবেন আর পরে তার আখের গোছাবেন।আর আমি সবসময়ই এখানে ধরা খেয়ে যাচ্ছি।জানিনা,এক সপ্তাহের বাজার আদৌ এক সপ্তাহ চালাতে পারবো কিনা!
আমার আজকের লেখা এটুকুই ছিল, আশা করি সবার ভালো লাগবে।আর যদি ম্যানেজারির বিষয়ে কারো কোনো অভিজ্ঞতা থাকে তো অবশ্যই বলে যাবেন,খুশি হবো😊।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.03/03/23
ধন্যবাদ ভাইয়া এতো ভালো মন্তব্যের জন্য 😊🥰।
যেকোনো দায়িত্ব পালন করা খুবই কঠিন হয় ভাই। হোক সে সেটা ছোট দায়িত্ব কিংবা অনেক বড় দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করা খুবই চাপের। তবে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম এই চাপ থেকে আপনি বরাবরই মুক্ত ছিলেন। যাইহোক এবার যেহেতু দায়িত্বটা নিয়েই ফেলেছেন সেহেতু দায়িত্বটা ভালোভাবে পার করতে পারেন এই প্রত্যাশা করছি। সেই সাথে আপনার খালাও যেন তার আখের গুছিয়ে আপনাকে ডুবিয়ে না দেয়, আপনি যেন পুরো এক সপ্তাহ বাজার খরচ চালাতে পারেন এই কামনা করছি। ধন্যবাদ
খালা হইতে সাবধান 😆 এটাই ম্যানেজারদের নীতি হওয়া উচিত।
মেস লাইফ এর সবচেয়ে বড় দায়িত্ব হলো ম্যানেজারের দায়িত্ব। একটা ম্যাচ চালাতে ম্যানেজারের ভূমিকা অপরিসীম। আমার তো ম্যাচে ম্যানেজারের দায়িত্ব পালন করতে বেশ ভালই লাগে। এর আগে আমি টানা ছয় মাস ম্যানেজারের দায়িত্ব পালন করে হয়তো বিশ্ব রেকর্ডই করে ফেলেছি। আপনি হয়তো ম্যানেজারের দায়িত্বটা পছন্দ করেন না, বুঝতে পারতেছি তারপরেও দায়িত্ব নিয়ে কাজ করেছেন জেনে ভালো লাগলো। সুন্দর আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য 🥰।
ভাই মেসের ম্যানেজার পদ না নেয়ার জন্য আমিও স্টুডেন্ট লাইফে অনেক চেষ্টা করেছি। তবে এক দুইবার নিয়েছি কিন্তু এসিস্ট্যান্ট হিসেবে। আপনার বাজার করা দেখে পুরনো সেই স্মৃতি মনে পরল। মুরগির দাম বেশ কিছুদিন যাবত ২০০ টাকার উপর। আমি বলব সব মেম্বারদের টাকা হাতে পেয়েই মেস শুরু করা উচিৎ। ধন্যবাদ ভাইয়া।
সদস্যদের টাকার আশায় থাকলে মাসের প্রথম সপ্তাহ হয়তো অনাহারেই কাটাতে হতো😆।
ধন্যবাদ ভাই😊🥰।
আমার বন্ধুদের মুখে মাঝে মাঝে শুনি এই মেস ম্যানেজার হওয়ার প্যারার কথা। আমি মেসে থাকিনা সেজন্য এই অভিজ্ঞতা এখনো আমার অর্জন হয়নি। তবে ঠিকই বলেছেন ভাই জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় ছাএদের চলা সবচেয়ে বেশি মুশকিল হয়ে পড়েছে। প্রথমবার মেস ম্যানেজার হওয়ার অভিজ্ঞতা টা খারাপ ছিল না কী বলেন ভাই। তবে হ্যা ঐ খালা হতে সাবধান।।।।
খালা অন্য লেভেলের মানুষ, এতো ধুর্ত যা বলার মতো না।
খালা হইতে সাবধান।
আমি মনে করি যে কোন দায়িত্ব পালন করাই কঠিন চাই সেটা ছোট হোক বা বড়। আপনি ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শুনে আমার কাছে ভালই লেগেছে। ম্যানেজারের পদ আপনার ভালো লাগেনা তাও খাবারের মেনু পরিবর্তনের জন্য এ পদ নিয়েছেন। তবে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে হাতে হারিকেন ধরার মতই অবস্থা। যাইহোক ভালোভাবে দায়িত্ব পালন করেন।
খালাকে সামাল দিতে পারলেই দায়িত্ব খুব ভালোভাবেই পালন করা যাবে,এখন শুধু ওনাকে ট্যাকেল দিতে পারলেই হলো😆।
যেকোনো দায়িত্ব পালন করা খুব কঠিন একটি কাজ।আর আপনি মেস ম্যানেজারের দায়িত্বে আছেন।মেসে আবার ম্যানেজার ও হতে হয়? আমার আসলে ধারনা নেই।যাই হোক সব কিছুর দাম বাড়তি। সবাই তা বুঝবে।তবে একদিকে ভালোই হলো বাজার করার অভিজ্ঞতা হচ্ছে যা ভবিষ্যতে কাজে দেবে।কোন কাজ ই কিন্তু ফেলনা নয়।
মেসে খাবারের টাকা তোলা আর একটা মাস খাবারের দিকটা পরিচালনা করার জন্য সদস্যদের মাঝে থেকে ম্যানেজার রাখা হয়।
ধন্যবাদ আপু😊🥰।