আমি মনে করি যে কোন দায়িত্ব পালন করাই কঠিন চাই সেটা ছোট হোক বা বড়। আপনি ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শুনে আমার কাছে ভালই লেগেছে। ম্যানেজারের পদ আপনার ভালো লাগেনা তাও খাবারের মেনু পরিবর্তনের জন্য এ পদ নিয়েছেন। তবে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে হাতে হারিকেন ধরার মতই অবস্থা। যাইহোক ভালোভাবে দায়িত্ব পালন করেন।
খালাকে সামাল দিতে পারলেই দায়িত্ব খুব ভালোভাবেই পালন করা যাবে,এখন শুধু ওনাকে ট্যাকেল দিতে পারলেই হলো😆।