যেকোনো দায়িত্ব পালন করা খুবই কঠিন হয় ভাই। হোক সে সেটা ছোট দায়িত্ব কিংবা অনেক বড় দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করা খুবই চাপের। তবে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম এই চাপ থেকে আপনি বরাবরই মুক্ত ছিলেন। যাইহোক এবার যেহেতু দায়িত্বটা নিয়েই ফেলেছেন সেহেতু দায়িত্বটা ভালোভাবে পার করতে পারেন এই প্রত্যাশা করছি। সেই সাথে আপনার খালাও যেন তার আখের গুছিয়ে আপনাকে ডুবিয়ে না দেয়, আপনি যেন পুরো এক সপ্তাহ বাজার খরচ চালাতে পারেন এই কামনা করছি। ধন্যবাদ
খালা হইতে সাবধান 😆 এটাই ম্যানেজারদের নীতি হওয়া উচিত।