RE: SLC | S22W3 : Teacher self-evaluation using SWOT analysis technique
একজন শিক্ষকের মধ্যে যে মূল্যায়ন গুলো রয়েছে সেগুলো আপনি খুব সহজেই আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে শিশুদেরকে অতিরিক্ত শাসন এবং অতিরিক্ত কড়া ভাবে কখনোই আপনি বড় করতে পারবেন না। তাদের সাথে যত বন্ধুসুলভ আচরণ করবেন ততই কিন্তু আপনি তাদের কাছে প্রিয় হয়ে উঠবেন এবং তাদেরকে আপনার শিক্ষার বিষয় যে ব্যাখ্যা গুলো রয়েছে, সেগুলো খুব সহজেই প্রধান করতে পারবেন। তারা কিন্তু সেগুলো তখন খুব সহজেই নিজেদের মধ্যে আয়ত্ত করে নেয়ার চেষ্টা করবেন।
আরো কিছু বিষয় আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, আসলে একটা শিক্ষার্থীকে আপনি যত বেশি ভালোবাসার চেষ্টা করবেন এবং তার সাথে সময় ব্যয় করার চেষ্টা করবেন। ততটাই কিন্তু তার প্রতি আপনার যেমন আগ্রহ বৃদ্ধি পাবে এবং আপনার প্রতি তার আগ্রহ বৃদ্ধি পাবে। এটা ঠিক আমাদের ক্লাসের সময় সীমাবদ্ধ থাকে যার কারণে, প্রতিটা বিষয়ের প্রতিটা শিক্ষার্থীর কাছে ব্যাখ্যা করাটা অনেক বেশি টাফ হয়ে যায়
তবে আপনি যেভাবে বিশ্লেষণ করেছেন এইভাবে যদি প্রতিটা শিক্ষক তার শিক্ষার্থীর সাথে আলোচনা করে। আমার মনে হয় প্রতিটা শিক্ষার্থী বড় হয়ে ভালো মনের একজন মানুষ হয়ে উঠবে। ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। শিক্ষকের বিষয়ে এবং শিক্ষার্থীর বিষয়ে আপনার বিশ্লেষণ সত্যিই অসাধারণ ছিল। ভালো থাকবেন।