You are viewing a single comment's thread from:

RE: প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া ক্যাসেট যা এখন শুধু স্মৃতির পাতায় লেখা ||

in Steem For Tradition10 months ago

ক্যাসেটটি দেখতে বেশ উন্নত এবং সুন্দর মনে হচ্ছে। জাপানের তৈরি জিনিসগুলো সব সময় সুন্দর হয়ে থাকে। আর সনি হচ্ছে জাপানের সবথেকে বিখ্যাত ব্রান্ড। আগে এমন ক্যাসেট আমার বাসায় কয়েকটি ছিল। তবে সেগুলো মেমোরি দিয়ে চলত না। তখন কিছু ফিতা পাওয়া যেত সেই ফিতা দিয়ে গান শোনা যেত। এরকম বড় ছিল দুটি এবং আমার আরো দুটি ছোট ছোট টেপ রেকর্ডার ছিল। আমি এগুলো দিয়ে গান শুনতাম। আগে এগুলো নিয়ে বাহিরেও গান শুনে বেড়াতাম। এগুলো চার্জ দিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা চালিয়ে নেওয়া যেত। এছাড়াও এগুলো বিদ্যুৎ দিয়ে চালানো যেত। আপনি দিনাজপুরে যাওয়ার পরে সুন্দর একটি বিষয় লক্ষ্য করেছেন এবং সেটির ছবি তুলে আমাদের সাথে শেয়ার করেছেন যা সত্যিই প্রশংসনীয়। আমি যখন আগে ক্যাসেটে গান শুনতাম আমার কাছে অনেকগুলো ক্যাসেটের ফিতা ছিল সেই ফিতা গুলো এখন আর নাই। সেগুলো আমরা ভেঙ্গেচুরে নষ্ট করে ফেলেছি। আপনি ক্যাসেট সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের জানিয়েছেন। কবে ক্যাসেটটি তৈরি হয়েছিল কেমন দাম ছিল সবকিছু আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত ঐতিহ্যমূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করে আপনি এরকম আরো অনেক ঐতিহ্যমূলক বিষয় আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।

Sort:  
 10 months ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60295.64
ETH 3298.00
USDT 1.00
SBD 2.37