RE: প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া ক্যাসেট যা এখন শুধু স্মৃতির পাতায় লেখা ||
ক্যাসেট যা যুগ যুগ ধরে প্রচলিত ছিল।দিন দিন তা বিলুপ্ত হয়ে যাচ্ছে।নব্বই দশকের ছেলেমেয়েরা ক্যাসেট চিনবেনা তা হতে পারেনা।আপনার পোস্ট দেখে পুরোনো দিনের স্মৃতি মনে পরে গেলো।আমাদের বাসায় এমন একটি ক্যাসেট ছিল যা দিয়ে চার ধরনের কাজ করা যেতো,যে গুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো সাথে,রেকর্ডিং করা যেত যে কোনো কিছু।আপনি এ ক্যাসেটের দাম উল্লেখ করেছেন।ঠিকই বলেছেন বর্তমানে ক্যাসেটের ফিতা তেমন পাওয়া যায়,ঠিক তেমনি ক্যাসেটও দেখতে পাওয়া যায়।আধুনিক যুগে সব কিছু আধুনিক হয়ে গিয়েছে।গান বা রেডিও শুনার জন্য এখন বিভিন্ন ইলেকট্রনিকস বের হয়েছে।ঠিকই বলেছেন সব থেকে বেশি রংপুরের ভাওয়াইয়া গান সবাই শুনতো।কিছু গানের শিল্পীর নামও উল্লেখ করেছেন।ঠিকই বলেছেন নব্বই দশককে সোনালী অতিত বলা হয়ে থাকে।আপনার পোস্টের উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে।আপনার ছবি গুলো অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।