হাঁড়ি ভাঙা
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে শৈশবের একটি খেলা সম্পর্কে পোস্ট শেয়ার করে নেবো। নব্বই দশকের শৈশবের খেলাগুলোর মধ্যে আরো একটি অন্যতম খেলা ছিল হাঁড়ি ভাঙা খেলা। এই হাঁড়ি ভাঙা খেলাটা ছোট-বড়ো সবাই খেলতো, আর এতে অনেক আনন্দও হতো। সেই সময়ের খেলাগুলোর কথা মনে পড়লে যে, স্মৃতি হয়ে চোখের সামনে ভাসতে থাকে। তবে এই হাঁড়ি ভাঙা খেলাটা কিন্তু সব ধরণের হাঁড়ি দিয়ে খেলা হতো না, শুধুই মাটির হাঁড়ি দিয়েই খেলা হতো। আবার মজা করে হাতের কাছে এইসব না থাকলে মাটির তৈরি মালসা বা কলস যাইহোক না কেন তাই দিয়ে মজা করে খেলা হতো। আর এই খেলায় মজা বেশি হতো। এই ধরণের খেলাগুলোর মধ্যে আসলে আনন্দ আর উল্লাসের অন্যতম এক আকর্ষণ ছিল।
যদিও এই খেলাটা আগে, বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে বেশিই খেলা হতো বিভিন্ন অনুষ্ঠান, পিকনিক, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের সময়ে। কিন্তু এখন এইসব হারিয়ে গিয়েছে, এই খেলাটা সত্যিই এখন এর তেমন দেখা যায় না, শহরে তো একদমই দেখা যায় না। তবে এই খেলাটা হারিয়ে গেলেও কিন্তু মাঝেমধ্যে একটুআদুকে দেখা যায়, মজা করে খেলা হিসেবে খেলা যায়, সেটা মাটির হাঁড়ি নাইবা হলো, যেকোনো কিছু দিয়ে সেটাকেই অনুকরণ করে খেলা যায়। কারণ শহরে হুট্ করে তো আর মাটির হাঁড়ি চাইলেও পাওয়া যাবে না। তো যাইহোক, এই খেলাটা মূলত মাটিতে সারি বদ্ধভাবে এক্যু দূরত্ব রেখে সাজিয়ে রাখা হতো।
আর যারা যারা খেলতো এই খেলাটা, তারা সবাই এক এক করে আসতো আর সেই প্লেয়ারকে চোখ বেঁধে হাতে একটি লাঠি বা বাঁশের যেকোনো কিছু দিয়ে এক ঘুরলি দিয়ে ছেড়ে দেওয়া হতো। আর তাকে তখন মনের থেকে আন্দাজ করে নিয়ে সেই হাঁড়িগুলোর দিকে যেতে হবে আর হাঁড়িতে বাড়ি মেরে ভেঙে ফেলতে হবে। এখন এখানে সব থেকে হাস্যকর আর মজার ব্যাপার যেটা হতো, সেটা হলো ঘুরলি দিয়ে ছেড়ে দেওয়ার পরে অনেকে উল্টো দিকে চলে যেত, এমনকি অনেকেই হাঁড়ি যেদিকে, সেদিকে না গিয়ে অন্যদিকে চলে যেত। মজার ব্যাপার হতো এখানেই। কারণ এই হাঁড়ি ভাঙা খেলাটা আসলে চোখের সামনে দেখে যতটা সহজ মনে হতো, ততটা সহজ না।
কারণ আপনাকে যখন চোখ বেঁধে একটা ঘুরলি দেওয়া হবে, তখন আপনি আর তাল খুঁজেই পাবেন না, যে কোনদিকে যাবো আর কতটা দূরত্বে হাঁড়িগুলো রয়েছে। আমিও এই খেলাটা খেলেছি অনেকবার, আর আমিও ভুল করে হয় কোনোবার উল্টোদিকে গিয়েছি, নয়তোবা হাঁড়ি যেখানে, তার থেকে আরো আগে এসে বাড়ি মেরেছি হা হা। এই খেলাটায় চরম উল্লাস আর আনন্দ ছিল। তাছাড়া এই হাঁড়ি ভাঙা খেলাটা আবার আরেকভাবেও খেলা হতো, সেটা হলো মাটিতে না রেখে ঝুলিয়েও খেলা যায়। তবে ঝুলিয়ে খেলাটাই বেশি হতো। আসলে সব জায়গায় এক নিয়ম থাকবে তা কিন্তু নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে খেলা হতো।
ঝুলিয়েও বেশ মজা হতো, বিষয়টা একই আসলে। এই যে হাঁড়ি ভাঙা খেলা হতো, এতে হয়তো সেইসব হাঁড়ির ভিতরে পুরস্কার বা খাবার জিনিস রাখা হতো, ভাঙতে পারলে তার সেটা হয়ে যেত। আবার মজা করে এই খেলায় একটু ভিন্নতা আনার জন্য কিছু কিছু হাঁড়িতে ফাঁকা রাখা হতো, আর কিছু কিছু হাঁড়িতে খাবার বা পুরস্কার রাখা হতো। এই খেলাগুলো যদিও এখন কালের ক্রমে হারিয়ে গিয়েছে, কিন্তু ইচ্ছা করলে আমরা আবারও এইসব খেলা খেলে এখন বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, কারণ তারা এইসব খেলা আসলে কি সেটাই জানে না। আমাদের স্মৃতিতে এক অমূল্য সম্পদ হিসেবে রয়ে গিয়েছে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/779167798706438164.gif)
Upvoted! Thank you for supporting witness @jswit.
হাঁড়ি ভাঙা খেলাটি বেশ মজার ছিল।ছোটবেলায় আমরাও খেলেছি তবে মাটিতে রেখে।হাঁড়ি ঝুলিয়ে কখনো খেলা হয় নি, দারুণ অনুভূতি শেয়ার করেছেন দাদা।পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
হাঁড়ি ভাঙা খেলাটি অনেক আগের একটি খেলা।এই খেলা নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন দাদা।এই খেলাটি আমাদের স্কুলের স্পোর্টসে ও ছিল।আমাদের সময়ে নীচে রাখা হতো।সত্যি ই বলেছেন এটা খুব উল্লাসের একটি খেলা।খুবই আনন্দ পেতাম এই হাঁড়ি ভাঙা খেলাটি দেখে।তবে আমার কখনো খেলা হয়নি এই খেলাটি।আপনি এই খেলাটি নিয়ে খুব সুন্দরভাবে বেশকিছু তথ্য তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।
হাঁড়ি ভাঙা খেলা আমি কখনো খেলিনি, তবে ছোটবেলায় ২/১ বার দেখার সুযোগ পেয়েছিলাম। হাঁড়ি ভাঙা খেলায় সত্যিই খুব মজা হয়। আপনার পোস্টটি পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছে দাদা। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার মনে আছে একবার এই খেলা খেলতে গিয়ে আমার এক বন্ধুর মাথায় লাঠির বাড়ি মেরে দিয়েছিলাম হা হা। যদিও এই খেলা গ্রাম বাংলা থেকে এখন বিলুপ্ত প্রায়। বিভিন্ন অনুষ্ঠানে এখন খেলা হয় এটা। সুন্দর লিখেছেন দাদা।