হাঁড়ি ভাঙা খেলাটি অনেক আগের একটি খেলা।এই খেলা নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন দাদা।এই খেলাটি আমাদের স্কুলের স্পোর্টসে ও ছিল।আমাদের সময়ে নীচে রাখা হতো।সত্যি ই বলেছেন এটা খুব উল্লাসের একটি খেলা।খুবই আনন্দ পেতাম এই হাঁড়ি ভাঙা খেলাটি দেখে।তবে আমার কখনো খেলা হয়নি এই খেলাটি।আপনি এই খেলাটি নিয়ে খুব সুন্দরভাবে বেশকিছু তথ্য তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।