ভাইয়া আপনার লেখাগুলো পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। আসলে ইদানিং এই বিষয়গুলো অনেক বেশি পরিমাণে লক্ষ্য করছি। কেউ পরিশ্রম করতে চায় না শর্টকাটের মাধ্যমে নিজের উদ্দেশ্য হাসিল করতে চায়। এই সুবিধা বাদি লোকগুলোকে ইদানিং খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। সবশেষে বলতে চাই সবার সু বুদ্ধির উদয় হোক এবং নিজের কর্ম ও প্রচেষ্টা দিয়েই নিজে সফলতা অর্জন করুক। ধন্যবাদ।
এমনটা আপু আমিও চাই, সকলের সুবুদ্ধির উদয় হোক। 🙏