You are viewing a single comment's thread from:

RE: কবিতা "আমি স্বপ্ন আঁকি, স্বপ্নের ক্যানভাসে"

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার কবিতাটি বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে লিখেছেন কবিতাটি ।সমস্ত কবিতাটিতে প্রিয় মানুষকে না পাওয়ার বেদনা ফুটে উঠেছে।

স্বপ্নের মধ্যে ধরা দেবে আমার স্বপ্নের নারীরা।
আজন্ম লালিত সব সুখ স্বপ্নেরা ।
কখনো "স্নো হোয়াইট", কখনো বা "রাপুনজেল",
কখনো "স্লিপিং বিউটি", কখনো "সিনড্রেলা" ।

এই লাইন কটি পড়ে মনে হয়েছে আপনার স্বপ্নে বেশ ক'জন নারী রয়েছে ।যারা আপনার স্বপ্নে এসে ধরা দেয়। জানিনা ঠিক বললাম কিনা ??ধন্যবাদ আপনাকে।

Sort:  

Thank You for sharing...

 3 years ago (edited)

হুম, আমার স্বপ্নের নারীরা । তবে এঁরা কিন্তু এক এবং অভিন্ন । এক জনই আমার স্বপ্নের নারী যিনি বিভিন্ন রূপে আমার স্বপ্নে এসে ধরা দেন । তবে আপনার অনুভবকেও আমি সম্মান করছি ।

স্নো হোয়াইট, রাপুনজেল, স্লিপিং বিউটি, সিনড্রেলা আলাদা আলাদা কেউ নয় । সবার মুখচ্ছবি এক জনেরই । সেই এক জনই আমার স্বপ্নের নারী ।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.045
BTC 101743.01
ETH 3668.69
SBD 2.59