কবিতা "আমি স্বপ্ন আঁকি, স্বপ্নের ক্যানভাসে"

in আমার বাংলা ব্লগ3 years ago


Copyright-free Image source : Pixabay


কবিতা "আমি স্বপ্ন আঁকি, স্বপ্নের ক্যানভাসে"



💘


♡ ♥💕❤

তোমার চোখের তারায় আমি আমার স্বপ্নদের দেখি,
প্রতিদিন, প্রতিরাত, প্রতিনিয়ত ।
ডানা মেলেছে তারা উড়াল দেবে বলে ।
তোমার চোখের তারায় আমি নিজেকে দেখি,
নিজেকে আবার খুঁজে পাই আমি নিজেরই
প্রতিচ্ছায়া, অপলক দেখি নিজেরই প্রতিবিম্ব ।

কৃষ্ণকালো তোমার চোখের তারায় ঝিকিয়ে ওঠে
জীবনেরই আলো ।
খুঁজে পাই আমি বেঁচে থাকার মানে ।
আরো একবার নতুন করে, নতুন ভাবে,
বেঁচে থাকার স্বপ্নেরা ডানা মেলে ।

প্রিয়তমা, তুমি তো আমার স্বপ্নের নারী,
তাই তো স্বপ্ন হয়েই থেকে যাবে আজীবন ।
জানি, দেবে না ধরা কোনওদিন ।
পাবো না ছুঁতে তোমার আঙুল,
মুছিয়ে দিতে পারবো না অশ্রুজল ।

স্বপ্নের মধ্যে ধরা দেবে আমার স্বপ্নের নারীরা।
আজন্ম লালিত সব সুখ স্বপ্নেরা ।
কখনো "স্নো হোয়াইট", কখনো বা "রাপুনজেল",
কখনো "স্লিপিং বিউটি", কখনো "সিনড্রেলা" ।

"সিনড্রেলা", তোমার মাঝেই পাই,,
"রাপুনজেল", তোমার মাঝেই খুঁজি।
স্বপ্নের মাঝে আজও চলেছি এঁকে তোমারই মুখচ্ছবি ।

এলোমেলো হয়ে যায় স্বপ্নেরা আমার দুঃখের হাওয়াতে,
স্বপ্ন গুলো এঁকেই চলেছি তবু, স্বপ্নেরই ক্যানভাসে ।
বার বার আঁকি, বার বার মুছি,
ধোঁয়া ধোঁয়া কুয়াশাঘেরা কত না স্বপ্ন আঁকি !
এভাবেই চলেছি এঁকে প্রতিরাতে,
আমার ব্যর্থ জীবন ছবি ।

♡ ♥💕❤


Sort:  

মনে হচ্ছে প্রিয়জনকে না পাওয়ার বেদনায় মন বিরহে কাতর হয়ে রয়েছে আপনার। প্রিয়জনকে না পেলেও সর্বদাই তাকে অনুভব করছেন আপনি। চমৎকার লিখেছেন দাদা।

 3 years ago 

এটা নিছকই একটা কবিতা । তবে আপনাকে কবিতাটি টাচ করেছে দেখছি । খুবই ভালো লাগলো জেনে ।

আমি নিজেও অবাক হচ্ছি। একটু একটু করে কবিতার অর্থ ধরতে পারছি। এ এক অন্য রকম অনুভূতি।

Thank You for sharing...

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

আহা ভালোবাসা!কতই না মোহ,কতই শ্রদ্ধা🌺খুবই সুন্দর লিখেছেন দাদা🥰শুভ কামনা রইলো

 3 years ago 

এলোমেলো হয়ে যায় স্বপ্নেরা আমার দুঃখের হাওয়াতে,
স্বপ্ন গুলো এঁকেই চলেছি তবু, স্বপ্নেরই ক্যানভাসে ।

প্রিয়জনের বিরহে মন ব্যাকুল হয়ে হাজার স্বপ্ন বুনে। হঠাৎ করে স্বপ্ন গুলো ভেঙে যায় আর দুঃখ এসে চারপাশে ভিড় করে। তবুও আমরা প্রিয়জনকে ঘিরে স্বপ্নের ক্যানভাসে ছবি আঁকি। অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। 💗💗

Thank You for sharing...

 3 years ago (edited)

আমার ভাবনার সাথে সামান্য একটু প্রভেদ আছে আমার ভাবনার । তবে এটাই তো আমি চাই । কবিতা যার কাছে যেমন লাগে সেটিই সঠিক, সেটাই কবির সার্থকতা ।

 3 years ago 

দাদা আপনি একজন সার্থক কবি। তাইতো আপনার কবিতা গুলো পড়তে এত ভালো লাগে। আপনার লেখা কবিতার লাইনগুলো হৃদয় স্পর্শ করে।💗💗

 3 years ago 

দাদা আপনার কবিতাটি বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে লিখেছেন কবিতাটি ।সমস্ত কবিতাটিতে প্রিয় মানুষকে না পাওয়ার বেদনা ফুটে উঠেছে।

স্বপ্নের মধ্যে ধরা দেবে আমার স্বপ্নের নারীরা।
আজন্ম লালিত সব সুখ স্বপ্নেরা ।
কখনো "স্নো হোয়াইট", কখনো বা "রাপুনজেল",
কখনো "স্লিপিং বিউটি", কখনো "সিনড্রেলা" ।

এই লাইন কটি পড়ে মনে হয়েছে আপনার স্বপ্নে বেশ ক'জন নারী রয়েছে ।যারা আপনার স্বপ্নে এসে ধরা দেয়। জানিনা ঠিক বললাম কিনা ??ধন্যবাদ আপনাকে।

Thank You for sharing...

 3 years ago (edited)

হুম, আমার স্বপ্নের নারীরা । তবে এঁরা কিন্তু এক এবং অভিন্ন । এক জনই আমার স্বপ্নের নারী যিনি বিভিন্ন রূপে আমার স্বপ্নে এসে ধরা দেন । তবে আপনার অনুভবকেও আমি সম্মান করছি ।

স্নো হোয়াইট, রাপুনজেল, স্লিপিং বিউটি, সিনড্রেলা আলাদা আলাদা কেউ নয় । সবার মুখচ্ছবি এক জনেরই । সেই এক জনই আমার স্বপ্নের নারী ।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago (edited)

কৃষ্ণকালো তোমার চোখের তারায় ঝিকিয়ে ওঠে
জীবনেরই আলো ।
খুঁজে পাই আমি বেঁচে থাকার মানে ।
আরো একবার নতুন করে, নতুন ভাবে,
বেঁচে থাকার স্বপ্নেরা ডানা মেলে

কবিতার এই অংশটুকু আমার দারুন লেগেছে। দাদার কবিতাটি অনেক রোমান্টিক 😊। দাদার প্রিয়জনের উপরে ভালোবাসা দেখে আমি অনেক আনন্দিত। কবিতাটা পড়ার সময় আমিও যেন একটু রোমান্টিক হয়ে যাচ্ছিলাম দারুন লিখেছেন দাদা আপনার প্রতি শ্রদ্ধা রইল।

 3 years ago (edited)

দাদা কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশের একটা সুন্দর মাধ্যম। মনের কিছু কথা না হয় কবিতার মধ্যে থেকে যাক। মনের কিছু কষ্ট মনের কিছু দুঃখ কবিতার মধ্যে রেখে দেয়াই ভালো।


আমি ইচ্ছে করে স্বপ্ন দেখতে চাই তোমাকে
কিন্তু পারিনি,
প্রতিনিয়ত জেগে থেকে তোমাকে স্বপ্ন দেখে যাচ্ছি।
তুমি এসেছিলে বছর তিনেক আগে
এক স্বপ্নের ঘোরে।
সেদিন যে হাত টি ধরেছিলাম, চাইনি ছাড়তে
তুমি ভেঙে দিলে স্বপ্ন।
আজও প্রতি রাতে ঘুমাই তোমাকে স্বপ্ন দেখবো বলে।
কিন্তু তুমি এখন আর আসো না আমি স্বপ্ন দেখবো বলে।

ভালো থাকবেন দাদা। ভালোবাসা ও শুভেচ্ছা রইল অন্তরের অন্তস্থল থেকে।

Thank You for sharing...

 3 years ago 

"সিনড্রেলা", তোমার মাঝেই পাই,,
"রাপুনজেল", তোমার মাঝেই খুঁজি।
স্বপ্নের মাঝে আজও চলেছি এঁকে তোমারই মুখচ্ছবি ।

বাহ দাদা বেশ ভালো লেগেছিল কবিতাটি। এই লাইন দুটি সত্যি অসাধারণ। অসাধারণ তুলনা করেছেন আপনার কাল্পনিক প্রিয়তমার সাথে। যদিও বৌদি তার থেকে কিছু কম না ☺️।

আপনার কবিতাটিতে প্রিয়জনকে না পাওয়ার দুঃখ তুলে ধরেছেন সত্যি খুব সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি আপনি সব সময় এমন সুন্দর সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 3 years ago 

প্রিয়তমা, তুমি তো আমার স্বপ্নের নারী,
তাই তো স্বপ্ন হয়েই থেকে যাবে আজীবন ।
জানি, দেবে না ধরা কোনওদিন ।
পাবো না ছুঁতে তোমার আঙুল,
মুছিয়ে দিতে পারবো না অশ্রুজল ।

দাদা আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন, আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো, কবিতার মাধ্যমে ভালোবাসার মানুষের না পাওয়ার যন্ত্রণা এবং ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার ইচ্ছা আপনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। খুবই ভালো লাগলো দাদা কবিতাটি।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.26
JST 0.040
BTC 97807.69
ETH 3616.29
USDT 1.00
SBD 3.38