দীদা দাদুর ভালোবাসা

in আমার বাংলা ব্লগlast year
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ গেছিলাম কুরিয়ার সার্ভিস এ। কারন দীদা কিছু জিনিস পাঠিয়েছিল।আর দীদা পাঠিয়েছে মানে তার মধ্য অনেক কিছু আছে।

আমি অবশ্য কিছু দিন আগে দাদুকে একটা ঘরি কিনে দিতে বলছিলাম, কারন আমার দুটা ঘড়িই নষ্ট হয়ে গিয়েছে। দাদু বলল তোমার জন্য ঘড়ি পাঠয়েছি।আজ বিকেলে কুরিয়ার থেকে ফোন আসল, আমি অনেক আনন্দের সাথে গেলাম কুরিয়ার আনতে।গিয়ে দেখি রাস্তা ভাঙ্গার কারনে কুরিয়ার সার্ভিস এর দোকান স্থান পরিবর্তন করছে। আবার গেলাম সেই কুরিয়ার এর দোকান খুঁজতে। এদিকে রাস্তায় এক লোক সাইকেল করে মুড়ি নিয়ে যেতে পলি ফুটো হয়ে মুড়ি পরে গেল। পাশের দোকান দ্বার পলি এনে তাকে সাহায্য করল।

অবশেষে এ কুরিয়ার হাতে পেলাম।আমার দাদু যেভাবে প্যাকেট করে কারো সাদ্ধ্যি নেই কিছু সরানোর।

কুরিয়ার খুলে এগুলো পেলাম।

প্রথম এ আচার পেলাম। এই বড়ই গুলে দীদার গাছের।

এই সব গ্যাসের ঔষধ আর আমার ঘড়ি।

এই টুপি আর এই গেঞ্জি টা মামা দাদু আর আমার জন্য দুটা কিনছিল কিন্তু দাদুর অনেক বড় হয়, তাই আমায় আবার পাঠিয়ে দিল।

অনেক গুলো জুতা দিয়েছে। সাথে পলিথিন আর কারেন্টের তাড় ও গামছা।

আমার মায়ের ম্যাস্কি আর ওরনা, আমার বোনের পুরনো ক্লিপ, কানের দুল সাথে নতুন কানের দুল আর ক্লিপ কিনে পাঠিয়েছে।

এই মোট জিনিস পাঠিয়েছে। এগুলো শুধু জিনিস নয় একেকটা এক অন্য রকম ভালোলাগা।

দাদুকে ফোন দিয়ে জানিয়ে দিলাম,যে সব ঠিকঠাক আছে।এগুলো কে দাম দিয়ে বিচার করা যাবে না।যাইহোক সব দীদা -দাদু, ঠাকুমা -ঠাকুর দা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
-

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাপরে এত গ্যাসের ওষুধ, মুড়িয়ালার মুড়ি যখন পড়ে গেছিল এটা দেখে আমার খুবই খারাপ লাগছিল যাই হোক আপনার দাদু আপনাকে অনেক কিছুই দিল বিশেষ করে আপনার ঘড়িটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও। ঔষধ শেষ হতে বেশি দিন লাগবে না ভাই, যা খাই তাতেই গ্যাস হয়।

Posted using SteemPro Mobile

 last year 

দীদা আর দাদুর ভালোবাসা রয়েছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। আর তারা এমনই হয়। নাতি নাতনি বা ছেলে মেয়ের জন্য তাদের মন সবসময় ব্যাকুল হয়ে থাকে। তারা যা পায় তাই যেন ইচ্ছে করে সবার জন্য পাঠিয়ে দিতে। আর আপনাদের সবার জন্যই দেখছি অনেকগুলো জিনিস পাঠিয়েছে। তবে এত ওষুধ দেখে অবাক হলাম। রাস্তায় যে লোকটার মুড়ি পড়ে গিয়েছে সে হয়তো বা তার বাসার জন্য বা কোন কাজের জন্য নিচ্ছিল,ব্যাপারটা খুব খারাপ লাগলো। যাই হোক তবে ভালো লাগলো আপনার দীদা দাদুর পাঠানো এই ভালোবাসার উপহার গুলো দেখে।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

ওরে বাবা এতো দেখছি রীতিমতো এলাহী কারবার। আপনার দাদু তো আপনাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে দেখছি। তবে ওষুধ পাঠানোর কারণটা বুঝতে পারলাম না। আসলে দাদা দাদির কাছ থেকে এরকম উপহার পেতে সবারই ভালো লাগে। পোস্টটা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার দীদা -দাদুর অনেক ঔষধ লাগে। মামা একবারে কিনে দিয়ে চলে যায়।আর গ্যাসের ঔষধ আমদের ও লাগে তাই দিয়ে পাঠিয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 80122.45
ETH 2022.45
USDT 1.00
SBD 0.87