দীদা আর দাদুর ভালোবাসা রয়েছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। আর তারা এমনই হয়। নাতি নাতনি বা ছেলে মেয়ের জন্য তাদের মন সবসময় ব্যাকুল হয়ে থাকে। তারা যা পায় তাই যেন ইচ্ছে করে সবার জন্য পাঠিয়ে দিতে। আর আপনাদের সবার জন্যই দেখছি অনেকগুলো জিনিস পাঠিয়েছে। তবে এত ওষুধ দেখে অবাক হলাম। রাস্তায় যে লোকটার মুড়ি পড়ে গিয়েছে সে হয়তো বা তার বাসার জন্য বা কোন কাজের জন্য নিচ্ছিল,ব্যাপারটা খুব খারাপ লাগলো। যাই হোক তবে ভালো লাগলো আপনার দীদা দাদুর পাঠানো এই ভালোবাসার উপহার গুলো দেখে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।