লোভ দেয় মাথাচাড়া!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনে আমরা অনেক খারাপ অভ্যাসকে আমরা দমিয়ে রাখি। কারণ একটা সমাজে যেমন কোনো বিচার ব্যবস্থা না থাকলে, সেই সমাজ কখনোই খুব সুন্দর ভাবে বেঁচে থাকতে পারে না। ঠিক তেমনটাই আমরা যদি আমাদের মন যা চাইছে তাই করে বেড়াতে থাকি। তাহলে আসলে আমাদের মনের উপরে আমাদের কোনো কন্ট্রোল থাকবে না। অর্থাৎ আমাদের কাজ, আমাদের স্বভাব আমাদের সব কিছুর উপরেই আমাদের কন্ট্রোল থাকবে না এবং এই কারণে আমাদের বদ অভ্যাস গুলোর উপরেও আমাদের কন্ট্রোল থাকবে না।

আর আমাদের যদি নিজেদের উপরে কন্ট্রোল না থাকে। তাহলে আমরা যেটার শিকার হবো, সেটা হলো আমরা আমাদের লোভটিকে ধরে রাখতে পারবো না। প্রতিটি মানুষের মধ্যে লোভের পরিমাণ অল্প বিস্তর যাই হোক না কেনো রয়েছে। অর্থাৎ কারো হয়তো কম আবার কারো হয়তো বেশি। কিন্তু এই লোককে যদি আমরা সংযত না করতে পারি। তাহলে আসলে যতোদিন যাবে, ততোই আমাদের লোভ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কারণ লোভ একটা ধ্বংসাত্মক ব্যাপার।

তাই যখন যখন আমাদের লোভ মাথাচাড়া দিয়ে উঠে, যখন যখন আমাদের লোভ সবকিছু ধ্বংস করে দিতে চায়। অর্থাৎ আমাদের জীবনে এই লোভ যখন অনেকটা জায়গা করে নিতে চায়। তখন আমাদের উচিত যে এই লোভটিকে প্রশ্রয় না দেওয়া। কারণ এই লোককে যদি আমরা প্রশ্রয় দেই। তাহলে এই লোভ একদিন আমাদের জীবনের জন্য ধ্বংস হয়ে দাঁড়াবে। আর আমরা নিশ্চয় কেউ চাই না যে কোনো লোভ আমাদের জীবনকে একেবারে ধ্বংস করে দিক। কারণ এই লোভকে আমরা যতো বেশি সংযত করতে পারবো, ততোই আমরা জীবনে সফল হতে পারবো।এই কথাগুলো আমি কয়েকদিন পরপর আসলে কেনো লেখালেখি করি। এটা যদি কেউ জানতে চান। তাহলে এটাই বলবো যে, নিজেকে এই ব্যাপারগুলো উপলব্ধি করানোটাও অনেক বেশি জরুরি আমাদের।কারণ আমরাই জানি আমাদের মধ্যে কতোটা লোভ আছে, না আছে এসব।

ABB.gif

Sort:  
 15 days ago 

লোভ দেয় মাথাচাড়া শিরোনামে সুন্দর একটি জেনারেল রাইটিং শেয়ার করেছেন। প্রচলিত একটি প্রবাদ আছে, অতি লোভে তাতি নষ্ট! একদম ঠিক কথা। তবে লোভ থাকতে হবে, কিন্তু সেটা যদি অতি লোভ না হয়। আর যে লোভ কন্ট্রোল করতে পারবেনা, তার পরিনতি শুভকর নয়। অতি লোভের ফান্দে না পড়াই ভালো। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.039
BTC 105085.30
ETH 3334.33
SBD 4.28