লোভ দেয় মাথাচাড়া শিরোনামে সুন্দর একটি জেনারেল রাইটিং শেয়ার করেছেন। প্রচলিত একটি প্রবাদ আছে, অতি লোভে তাতি নষ্ট! একদম ঠিক কথা। তবে লোভ থাকতে হবে, কিন্তু সেটা যদি অতি লোভ না হয়। আর যে লোভ কন্ট্রোল করতে পারবেনা, তার পরিনতি শুভকর নয়। অতি লোভের ফান্দে না পড়াই ভালো। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।