You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৫৬২ [ তারিখ : ০৩-০২-২০২৫ ]
বেশ অনেকদিন পর আমার কোনো পোস্ট আজকের ফিচার্ড আর্টিকেল এ স্থান পেলো দেখে ভীষণ খুশী লাগছে। একদম কম তেল-মসলায় খুব সহজে করা যায় এই রেসিপি টি। খেতেও ভীষণ সুস্বাদু হয়। কোনোদিন ফাঁকিবাজি রান্না করতে মন চাইলেও এই রেসিপি টি করা যাবে টাইপ একটি রেসিপি এটি। যারা কখনো ট্রায় করেন নি, একবার ট্রায় করে দেখার অনুরোধ রইলো। সকলকে ধন্যবাদ।