মা দিবসকে উপলক্ষে করে আপনার লেখাটা পড়ে বেশ আবেগপ্রবণ হয়ে গেলাম আপু। আপনি কি সুন্দর করে আপনার মনের কথাগুলো প্রকাশ করেছেন। আসলে তখনকার সময়ে যৌথ পরিবারে অনেক বেশি কাজ থাকতো, আর মেয়েদের সেটায় সাহায্য করতেই হতো। আমার মায়ের থেকে শুনেছি, তার বেলাতেও তেমন ই হয়েছে যে সকাল বেলা ঘুম থেকে উঠে ঘরের অনেক কাজ করে তবে নিয়ে স্কুলে যেতে হতো! আপনার মা-বাবা দুজনের জন্যই দোয়া রইলো। তারা সুস্থ্য থাকুক, আরোও অনেক দিন আপনাদের মাথার উপর ছায়া হয়ে থাকুক। আমার বাবা-মায়ের জন্যও দোয়া করবেন আপু।