পরিবারের সকলের সাথে একসাথে মিলে ঈদে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছেন! আর আত্নীয় পরিজনদের বাসা কাছাকাছি হলে বেশ সুবিধা আছে, চাইলেই সকলে মিলে একত্রিত হওয়া যায় সুবিধামতো। যেটা দূরে থাকলে সম্ভব না। আমরা যারা ঢাকায় পরিবার থেকে দূরে থাকি, তারা এই বিষয় টি ভালোভাবেই ফীল করি! আপনাদের কাটানো দারুণ মুহুর্ত গুলো দেখে বেশ ভালো লাগলো। আপনার পুরো পরিবারের জন্যই শুভকামনা রইলো।
এই তো সময় এসে গেছে আপু, আবারো ঢাকায় ফিরতে হবে।