স্বরচিত কবিতা: বাবার আদর।
পরম করুনাময় অসীম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি।
Image source https://pixabay.com/
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আর সেটি হলো কবিতা। আজকে আমি আমার প্রাণ প্রিয় বাবাকে নিয়ে একটি কবিতা রচনা করেছি। বাবাকে অনেক ভালোবাসি তবো কোনদিন বলতে পারিনি। তাই আজ বাবার জন্য নমটা ভিষণ খারাপ লাগা কাজ করছে। বাবাকে ভালোবেসে এই কবিতাটি বাবার জন্য উৎসর্গ করলাম।
আমার বাবার মতো বাবা আমি কোথাও দেখিনি। আমরা আট বোন হলেও বাবা কোনদিন আমাদের উপর হাত তুলেনি। সবসময় আদর করত। কোনদিন যদি অসুস্থ হয়ে যেতাম, তাহলে বাবা ভাতের প্লেট, পানির গ্লাস হাতে নিয়ে নিজ হাতে খাওয়ে দিতো। সময় মতো ঔষধ খাওয়াতো। ব্যাবসা ফেলে রেখে করা রোদে বাড়ি এসে নিজ হাতে ঔষধ খাওয়াতো। কোন জিনিস চাওায়া মাত্রই এনে দিতো দেরি করতো না। বাবার জন্য মনটা খুব খারাপ থাকে। আমার বাবা আমাকে অলরাউন্ডার বলে ডাকতো। আমাকে নিয়ে আমার বাবার অনেক সপ্ন ছিলো। কিন্তু আমার বাবার সপ্ন পূরণ করার আগেই বিয়ে হয়ে যায়। বাবা আমাকে বিয়ে দিতে রাজি ছিলোনা। আমার বড় ভাইয়া আর আপু রাজি ছিলো। বাবার সাথে এক প্রকার রাগ করেই বিয়েতে রাজি হয়ে যায়। আমার বিয়ের দিন আমার বাবা স্ট্রোকের মতো হয়ে গিয়েছে। যারা বিয়েতে রাজি ছিলো তদেরকে আব্বুর চোখের সামনে যেতে নিষেধ করে দেয়। বাবাকে কোন কষ্টের কথা বলতে পারিনা। আব্বুর সাথে ফোনে পর্যন্ত কথা বললে আমার ভেতরটা ফেটে যায়। আজ আমি অসুস্থ হলে স্বামি একটা খেয়াল বা শশুর বাড়ির লোকের চোখে পড়েনা। তাদের কাছে আমি একটা রোবট। আমার বাবা যদি জানতো আমি ভালো নেয়। আমাকে হয়তো স্বামী সংসার করতে দিতোনা। তাই শুধু কান্না করি আর বাবার আদরের সৃতি গুলো মনে করি। আমার বাবা অনে ভালো একজন মানুষ। আজ এই কবিতা লিখতে লিখতে আমার চোখের জলে বুক ভিজেছে। বাবার কাছে বলতে ইচ্ছে করে বাবা তোমায় অনেক ভালোবাসি। তোমার মতো পৃথিবীর কেউ ভালোবাসতে পারেনা। বাবা তোমার মতো এতো আদর আর কোথাও নেয় বাবা।
বাবা তুমার মতো হয়না কেহ।
ছায়ার মতো থাকেছো পাসে,
বাবা তুমি যে সেরা সবছেয়ে ভালো।
রেখেছো আমায় করে আলো।
বড় হয়েছি কবে যানি,
তবু আমায় ধমক দাওনি।
যা চেয়েছি সব পেয়েছি।
শুধু বলিনি বাবা তুমায় ভালোবাসি।
আমি যে তুমার আধুরীনি
রাজার রাজ্যের রাজকুমারী।
এই পৃথিবীর হিরো যারা
সবার থেকে বাবা শ্রেষ্ঠ তুমি।
আজ কোথায় আছি যানো আমি !
তোমার কথা মনে হলে সারাদিন শুধু কাঁদি।
তুমার কাছ থেকে জনম ভরে শুধুই নিয়েছি,
তবে কোনদিন বলিনি বাবা তোমায় ভালোবাসি।
বাবা তুমার কাছে আজ আমি ঋনি।
কোনদিনও অন্যায় ছারা শ্বাসন করনি।
তুমার আদরে আজ অনেক বড় হয়েছি।
এই ঋণ সুদ করিতে পারব না কোনদিনি।
যানো বাবা তোমার মতো পায়না আদর।
অসুখ হলে তুমি বাবা সারারাত ঘুমাও নি।
বিয়ে করে তুমায় রেখে ঘর ছেরেছি।
তোমার মতো আদর স্নেহ কবেই হারিয়েছি।
আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। বাবা যেনো ভালো থাকে। আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করি। আল্লাহ হাফেজ।
আমার পরিচিতি
আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স তৃতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।
![image.png](
বাবাকে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। বাবাকে নিয়ে হাজার কোটি লেখা লেখলেও তার অবদান কখনো ভোলা যাবে না। আমাদের যত আবদার সবই বাবার কাছে। বাবাকে যতই ভালোবাসি না কেন কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি বাবা তোমাকে ভালোবাসি এটাই হচ্ছে চির আফসোস। পৃথিবীর সকল বাবা-মা যেখানেই থাকুক ভালো থাকুক।
জ্বি আপু এই আফসোস টা সবারই। বাবাকে ভালোবাসি কথাটা সরাসরি কোনদিন বলা হয় না ।
ওয়াও আজকে আপনি বাবাকে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন।কবিতায় বাবার প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ স্পষ্ট।বাবার আদর একটি সার্বজনীন বিষয়,আপনি যদি কবিতায় বাবার সাথে কাটানো বিশেষ মুহূর্তগুলির বর্ণনা যোগ করতেন, যেমন শৈশবে বাবার কাঁধে চড়া বা তাঁর হাতের স্পর্শ, তাহলে কবিতাটি আরও জীবন্ত হয়ে উঠতো। যাইহোক সব মিলিয়ে দারুন হয়েছে আপনার কবিতাটি। ধন্যবাদ আপনাকে
শৈশবের কথা নিয়ে যদি কবিতা লিখি বিশাল হয়ে যাবে ভাইয়া। কতসত স্মৃতি রয়েছে বাবা সনে। যা এখানে প্রকাশ করতে পারিনি। আসলে বাবার ভালোবাসা আমরা কোনভাবেই প্রকাশ করতে পারিনা। সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাবাকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। বাবা আমাদের জীবনের বটগাছ। যতদিন বাবা সুষ্ঠুভাবে বেঁচে আছে ততদিন আমরাও ভালো থাকতে পারবো। দোয়া করি পৃথিবীর সকল বাবা-মা যেন ভালো থাকে।
আজকে আপনি বাবাকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।বাবার আদর কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। তবে প্রত্যেক বাবা ছেলে মেয়েদেরকে আদর করে। আমার বাবা আমাদেরকে অনেক আদর করে। সুন্দর অনুভূতি দিয়ে বাবাকে নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।