বাবাকে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। বাবাকে নিয়ে হাজার কোটি লেখা লেখলেও তার অবদান কখনো ভোলা যাবে না। আমাদের যত আবদার সবই বাবার কাছে। বাবাকে যতই ভালোবাসি না কেন কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি বাবা তোমাকে ভালোবাসি এটাই হচ্ছে চির আফসোস। পৃথিবীর সকল বাবা-মা যেখানেই থাকুক ভালো থাকুক।
জ্বি আপু এই আফসোস টা সবারই। বাবাকে ভালোবাসি কথাটা সরাসরি কোনদিন বলা হয় না ।