গুরুজনদের কথা শুনে চলতে হবে

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গুরুজন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


grandpa-2810809_1280.jpg



লিংক


আমরা এই পৃথিবীতে সব সময় ভালো পথে চলার চেষ্টা করি। কেননা আমরা যদি ভালো পরিবেশে জন্মগ্রহণ না করতাম তাহলে কিন্তু আমরা কোন পরিবেশটা ভালো এবং কোন পরিবেশটা খারাপ এই পার্থক্য সহজে বুঝতে পারতাম না। অর্থাৎ আমার মনে হয় যে মানুষের বড় হয়ে ওঠার সাথে পরিবেশের অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আসলে মানুষ যদি ছোটবেলা থেকে তাদের গুরুজনদের কথা শুনে চলে তাহলে তারা অবশ্যই জীবনে মানুষের মত মানুষ হতে পারবে। এখানে গুরুজন বলতে আমি বয়স্ক মানুষদের কথা বুঝিয়েছি। আসলে এই পৃথিবীতে মানুষের যত বয়স বৃদ্ধি পায় ততই কিন্তু সে পৃথিবী থেকে বিভিন্ন ধরনের জ্ঞান আরোহন করতে থাকে। আর এই পৃথিবীর কোন জিনিসটা ভুল এবং কোন জিনিসটা সঠিক এই বিষয়ে কিন্তু তাদের অনেক বেশি জ্ঞান থাকে।


কিন্তু আমরা অনেকে মনে করি যে এইসব গুরুজনেরা কখনো বেশি বোঝেনা। অর্থাৎ তাদের থেকে বর্তমান সময়ের প্রজন্মের মানুষেরা সবথেকে বেশি বোঝে। আসলে তারা কিন্তু এই পৃথিবীতে তেমন একটা বেশি সময় কাটাতে পারিনি যতটা সময় এইসব বয়স্ক লোকরা কাটিয়েছে। আর আপনার যত বয়স হবে ততই আপনি এই পৃথিবী থেকে বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করবেন। এছাড়াও আপনি তখন বুঝতে পারবেন যে আপনার সাথে একটা যুবক অথবা ছোট বয়স্ক মানুষের জ্ঞানের অনেক বেশি পার্থক্য রয়েছে। যদিও আমাদের সমাজটা অনেক বেশি আধুনিক হচ্ছে এবং সব সময় আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে। সেদিক থেকে কিন্তু এইসব গুরুজনেরা একটু পিছিয়ে থাকলেও তাদের কিন্তু কিছু না কিছু অভিজ্ঞতা এইসব বিষয়ে অবশ্যই রয়েছে। কেননা তারা যে কষ্টটা পেয়েছে সেই কষ্টটা এখন আর পেতে হচ্ছে না।


অর্থাৎ একটা সামান্য উদাহরণ হিসেবে ধরা যাক। যখন চাকার আবিষ্কার হয়নি তখন কিন্তু মানুষ পায়ে হেঁটে অনেক দূর দূরান্তের পথ অতিক্রম করতে হতো। কিন্তু যখন চাকার আবিষ্কার হয়েছে তখন থেকে কিন্তু মানুষ এই যন্ত্রটাকে আরো বেশি আধুনিক করে ফেলছে এবং মানুষের কাছে দূরত্ব এখন খুব কম সময়ের হয়ে গেছে। আর সেইসব প্রাচীনকালের মানুষেরা এখনকার সময় এই পার্থক্যটা বুঝতে পারছে। আসলে যারা যে কষ্টটা করেছে সেই কষ্টের মর্মটা তারা ছাড়া আর কেউ কখনো বুঝতে চেষ্টা করে না। আর এজন্য আমরা আমাদের জীবন পথে অবশ্যই এইসব গুরুজনদের দেওয়া উপদেশগুলো সব সময় মেনে চলার চেষ্টা করব। কখনো তাদেরকে অসম্মান করব না এবং কোন কাজে তাদেরকে আমরা কখনই ছোট মনে করব না।


আসলে তাদের কঠোর পরিশ্রমের ফলে কিন্তু বর্তমান আধুনিক সমাজে আমরা প্রবেশ করতে পেরেছি। কেননা এসব গুরুজনরা যদি আমাদের জন্য চিন্তাভাবনা না করে শুধুমাত্র স্বার্থপরের মত তারা তাদের নিজেদের জন্য কাজ করত তাহলে কিন্তু আমরা এই সমাজে বসবাস করতে পারতাম না। এজন্য আমরা সব সময় আমাদের ছোটদেরকে অবশ্যই এই গুরুজনদের কথা শুনে চলার চেষ্টা করতে শেখাবো এবং তারা যদি কোন কিছু বলে সেই সব কথা পালন করার চেষ্টা করতে হবে। কেননা তারা কখনো অন্যের ক্ষতি চাইবে না। আর এর ফলে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো যেখানে প্রতিটা লোক তাদের বয়স্ক লোকেদেরকে সম্মান করবে এবং তাদের দেওয়া সকল কথা গুলো পালন করার চেষ্টা করবে। আর এর ফলে আমরা একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করতে পারবো।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 4 hours ago 

গুরুজনদের কথা অবশ্যই আমাদের শোনা উচিত। তাছাড়া ছোটদেরকে অবশ্যই স্নেহ করা উচিত। এতে করে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। কিন্তু এখনকার অনেক মানুষ গুরুজনদের কথা তো শুনেই না, বরং গুরুজনদেরকে অসম্মান করে থাকে। তারা জীবনে কখনোই প্রকৃত ভাবে সুখী হতে পারে না। কারণ গুরুজনদের দোয়া থাকলে, জীবনের পথ চলাটা অনেকটাই সহজ হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 95506.30
ETH 2587.46
USDT 1.00
SBD 2.62