গুরুজনদের কথা অবশ্যই আমাদের শোনা উচিত। তাছাড়া ছোটদেরকে অবশ্যই স্নেহ করা উচিত। এতে করে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। কিন্তু এখনকার অনেক মানুষ গুরুজনদের কথা তো শুনেই না, বরং গুরুজনদেরকে অসম্মান করে থাকে। তারা জীবনে কখনোই প্রকৃত ভাবে সুখী হতে পারে না। কারণ গুরুজনদের দোয়া থাকলে, জীবনের পথ চলাটা অনেকটাই সহজ হয়ে যায়।