আসলেই তাই আপু ইদানিং মনে হয় মানুষের অসুখ বিসুখ একেবারে পেয়ে বসেছে আর একবার শুরু হলে সহজে যায় না । যাক আপনি সুস্থ হয়ে আবার ফিরে এসেছেন দেখে ভালো লাগলো । বাদাম দিয়ে এরকম করে বরফি কখনো বানিয়ে খাওয়া হয়নি । নতুন একটি রেসিপি আপনার কাছ থেকে শিখে নিলাম আপু মনে হচ্ছে খাবারটি ভালই লাগে ।
ঠিক বলেছেন আপু এখন বর্তমান সময়ে সুস্থ থাকাটা খুবই কষ্টদায়ক হয়ে গেছে।জ্বি আপু বাদাম বরফি খেতে খুবই ভালো হয়েছিলো।ধন্যবাদ আপু।