এই রকম একটি বাগান থাকলে ফ্রী সময় কেন অন্য যেকোনো সময়ে পরিচর্যা করা যায়। আপনার বাগানে তো দেখছি আপনি অনেক ধরনের গাছ লাগিয়েছেন ।প্রত্যেকটা গাছই অনেক সুন্দর ছিল । কুমড়া গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। রেইনলিলি ফুল গাছের ফুল গুলো অনেক সুন্দর লাগে। আর যে সাদা ও পিঙ্ক ফুলটি হয় সেই ফুল গাছের নাম সম্ভবত দোপাতি। বিভিন্ন ফুল ও অন্যান্য আরো গাছ লাগিয়েছেন। প্রত্যেকটা গাছই সুন্দরভাবে বেড়ে উঠেছে মনে হচ্ছে।
ধন্যবাদ আপু নাম না জানা গাছের নাম বলে দেয়ার জন্য। হ্যা আপু সবগুলো গাছ অনেক সুন্দর ভালে বেড়ে উঠেছে। ঠিক বলেছেন বাগান থাকলে সব সময়ই পরিচর্যা করা যায়। অনেক শখের বাগান আমার। আমি যখন বগুড়ায় ছিলাম তখনও বাগান করতাম। আমার বাড়িতে এখন অনেক গাছ যেগুলা বাবা দেখা শোনা করেন।