অনেক সুন্দর টপিক নিয়ে আপনি আজকের এই অনু কবিতাগুলো লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা আমার খুবই পছন্দ হয়েছে। আসলে মানবসত্তা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এটা একেবারে ঠিক কথা। মানবতার এখন অনেক বেশি অভাব। প্রত্যেকটা মানুষের অবশ্যই উচিত মানবিক হওয়া। আমার কাছে আপনার তিন নাম্বার কবিতাটা বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।,।