স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
এলোমেলো জীবন হতাশায় কাতর,
অতি কষ্টে মন আজ হয়ে গেছে পাথর।
দিশাহীন দুচোখ খুঁজে শুধু প্রহর,
ছাড়তে চায় নিজের চেনা জানা শহর।
অনু কবিতা-২
জীবনটা যদি সাগরের মতো হতো,
কতই না ভালো হতো।
জীবনটা যদি সাগরের নিচের যে প্রাণী রয়েছে তাদের মত হতো,
কতই না ভালো হতো।
জীবনটা যদি সাগরের পানির মতো স্বচ্ছ হতো,
কতই না ভালো হতো।
নিমিষেই আপনাতে অনেক ভালোলাগা কাজ করতো।
অনু কবিতা-৩
মানবতা আজ নেই কারো কাছে,
কেউ নেই আজ দুঃখীদের পাশে।
মানব সত্তা দিন দিন হচ্ছে নষ্ট,
এটা ভেবে মনে পাই ভীষণ কষ্ট।
অনু কবিতা-৪
জীবনে বাস্তবতাটা বড়ই কঠিন,
প্রতিটি পদক্ষেপেই দুঃখ,যন্ত্রণা জড়িত।
হাসি,কান্না, মায়া, মমতা,
সবই এই জীবনেরই অংশ।
অনু কবিতা-৫
আমার শহরটা বড়ই আজব,
শুধু স্বার্থপরের বসবাস।
নিজ স্বার্থ বজায় রাখতে,
করতে পারে যার তার সর্বনাশ।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোস্টের ধরণ | অনু কবিতা |
হ্যাঁ কবিতা লেখার এটা বড় একটা সুবিধা কবিতার লাইনের মাঝে নিজের মনের মাঝে লুকিয়ে থাকা কিছু কথা প্রকাশ করা যায় যেটা আপনি চাইলেও অন্য কারো সাথে শেয়ার করতে পারবেন না। যাই হোক চমৎকার অনু কবিতা লিখেছেন লাইনগুলো দারুন লেগেছে আপনার কবিতা লেখার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
https://x.com/Nevlu123/status/1875009891410297299
এত সুন্দর সচেতন মূলক কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি অনেক অনেক খুশি হলাম আপনার এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পেরে। সত্যি বর্তমান মানবতা ওয়ালা মানুষের সংখ্যা কম স্বার্থবাদী মানুষের সংখ্যা বেশি।
অনেক সুন্দর টপিক নিয়ে আপনি আজকের এই অনু কবিতাগুলো লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা আমার খুবই পছন্দ হয়েছে। আসলে মানবসত্তা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এটা একেবারে ঠিক কথা। মানবতার এখন অনেক বেশি অভাব। প্রত্যেকটা মানুষের অবশ্যই উচিত মানবিক হওয়া। আমার কাছে আপনার তিন নাম্বার কবিতাটা বেশি ভালো লেগেছে।
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই অনু কবিতা গুলো লেখার টপিক। সব গুলো অনু কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লেখার জন্য ধন্যবাদ।
ছোট ছোট লাইনের অনু কবিতাগুলো পড়তে ভালোই লাগে। মানব জীবনের বিভিন্ন দিক এবং বাস্তব বিষয় নিয়ে আজকের কবিতাগুলো লিখেছেন। সবগুলো কবিতা অনেক বেশি ভালো লেগেছে। বাস্তবিক এই কবিতা গুলো পড়তে ভালো লাগে। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা অসাধারণ লেগেছে।
ভাইয়া আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। আপনার লেখা কবিতা গুলো সত্যি দারুণ হয়েছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
বাহ ভাইয়া আপনি দেখতেছি ভিন্ন আঙ্গিকে চমৎকার চমৎকার চমৎকার অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো সত্যিই অসাধারণ। এবং সুন্দর মনের অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।