জিভে জল চলে আসলো ভাইয়া, আপনার তৈরি করা এই লোভনীয় মুলা মাখা রেসিপি টা দেখে। শীতের সময় দুপুরবেলায় এরকম মাখা জাতীয় খাবার গুলো খেতে ভালোই লাগে। আমি তো মনে করি যারা মুলা খেতে একেবারেই পছন্দ করে না, তারা এরকম মাখা জাতীয় রেসিপি গুলো দেখলে লোভ সামলাতে পারবে না। আমার কাছে কিন্তু এরকম মাখা খেতে ভালো লাগে। দেখেই বুঝতে পারছি এটা খেতে দারুন মজাদার ছিল।