You are viewing a single comment's thread from:
RE: নাটক রিভিউ :- " স্কুল গ্যাং সিজন ২ " ( পর্ব ৭ )❤️
দেখতে দেখতে তুমি অনেক সুন্দর করে স্কুল গ্যাং নাটকের সাতটি পর্ব আমাদের মাঝে শেয়ার করে নিয়েছো। আর আমার কাছে প্রতিটা পর্বের রিভিউ খুব ভালো লেগেছে। এই নাটকটা দেখেছিলাম। নাটকের কাহিনীটা সত্যি খুব সুন্দর ছিল। আরোহী দেখছি শূন্যটা ভোট পেয়েছে মাত্র। অন্যদিকে সাথী ৫৪ টা ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এটা দেখে খুব ভালো লাগলো।
সাথী জয়ী হয়েছে দেখে আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল।