মা বাবাকে কষ্ট দেওয়ার কথা তা তো দূরের কথা আপু, কখনো তাদের সাথে উঁচু গলায় কথা বলার কথাটাও আসে না মাথায়। আমাদের বাবা মা আমাদের জন্য অনেক বেশি কষ্ট করেছেন, আর সেই বাবা মাকে কষ্ট আমরা কিভাবে দিই। তবে কিছু কিছু সন্তান দিয়ে থাকে অনেক বেশি কষ্ট। তবে মায়ের প্রতি তো সারা জীবন শ্রদ্ধা এবং ভালোবাসাই থাকবে। সব সময় প্রত্যেকটা বাবা-মায়ের ভালোই কামনা করি। সব সময় যেন উনারা হাসিখুশি এবং ভালো থাকেন এটাই দোয়া রইল।