RE: ★চৈতি নামের শিশু ফুল বিক্রেতার গল্প★
সত্যি ঢাকা শহরে এরকম অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা পথে-ঘাটে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে তাদের দিন চালায়। খিদার কষ্টে তারা কিছু না করতে পেরে ফুল সহ আরো বিভিন্ন রকম জিনিস বিক্রি করে। যেমন এই বাচ্চাটির কথা আপনি বললেন। কোথায় তারা বাবা মায়ের আদর স্নেহে বড় হবে এবং পড়ালেখা করবে তারা রাস্তায় রাত হলে ঘুমিয়ে পড়ে এবং সকাল হলে তাদের কাজে বেরিয়ে যায় সত্যি এরকম আমাদের সমাজে অনেক রয়েছে। ঢাকা শহরে ওলিতে গলিতে এরকম ছোট বাচ্চাদের বেশি দেখা যায়। এই বাচ্চাটি তো দেখছি খুবই মিষ্টি দেখতে। বাচ্চাটি যেমন সুন্দর তেমন নামটিও তেমনি সুন্দর চৈতি। এরকম বাচ্চাদের দেখলে খুবই মায়া হয় তাদের জন্য। এই মেয়েটিকে নিয়ে আপনি খুবই সুন্দর একটি গল্প লিখেছেন। একটা কথা বলার ছিল এই বাচ্চা মেয়েটির বয়স কিভাবে ১৮ হয়। এটা শুনে একটু বেশি অবাক হলাম আমি। এই ছোট ছোট বাচ্চাগুলো সবার সাথে খুবই মিশে যায় অল্প সময়ের মধ্যে।
বাচ্চা মানুষ বুঝে নাই তাই ১৮ বলে ফেলেছে। নামটি আসলেই সুন্দর ও দেখতেও অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপু আপনাকে।