RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০৭
স্বপন বাবু একজন বড় ব্যাবসায়ী কিন্তু তার বউ দজ্জাল মহিলা। সে সারাক্ষণ তার বউয়ের ভয়ে ভয়ে থাকে। তার বউ এতটাই দজ্জাল ও রাগী যে ভুত প্রেত পর্যন্ত তাকে ভয় পায়। একদিন ঘটনা বলি।
স্বপন বাবু : একদিন রাতে বাড়ি ফিরতে দেরি হয়েছে। সে বুঝতে পারছে আজ রাতে আর তার রক্ষা নেই। ভয়ে ভয়ে এসে কলিং বেল বাজালো।
বউ :দরজা খুলে দিয়ে বললো, আগে ভিতরে ঢুকবে না, এতক্ষন কোথায় ছিলে?
স্বপন : ভয়ে ভয়ে বললো আজ প্রচুর কাজ ছিলো তাই একটু দেরি হয়ে গিয়েছে। এমন টা আর হবে না।
বউ: ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে এসো। বলেই খাবার ঘরে চলে গেল।
স্বপন : মনে মনে বললো আজ দেখি শান্ত আছে। তাড়াতাড়ি ঘরে গিয়ে আলমারি থেকে জামা বের করতে গিয়ে তার বউয়ের পছন্দের নেলপালিশ পড়ে ভেঙ্গে গেলো।
স্বপন বাবুর বউ চিৎকার করে বললো শব্দ হলো কেনো? কি ভাঙলে? আমার জিনিস কিছু নষ্ঠ হলে তোমার খবর আছে।
স্বপন: বউয়ের কথা শুনে ভয়ে ভয়ে তাড়াতাড়ি কাচের ভাঙ্গা টুকরো গুলো খাটের নিচে লুকাতে গিয়ে দেখে কে যেনো বসে আছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে আর সাদা কাপড় পড়ে আছে। এটা দেখেই চিৎকার করতে গেলো।
ভূত: স্বপন বাবুর মুখ চেপে ধরে বললো আমি কিছু বলবো না তোকে। আরে আমি তোর বউয়ের ভয়ে এই খাটের নিচে লুকিয়ে থাকি। তোর বউ জানলে আমাকে আস্ত রাখবে না।
হা হা হা...লেখাটা খুব ভালো ছিল বৌদি। স্বপন বাবু তাহলে বিয়ে করে তো বেশ চাপেই আছে।
আপনি তো চার চারটা করবেন ,এত চাপ কেমনে সামলাবেন 😜😜
বিয়ের প্ল্যান ক্যান্সেল। অন্য কিছু ভাবতে হবে🤣
🤣🤣
😂😂 জাস্ট অসাধারণ হয়েছে বৌদি।
হা হা ,সত্যি সত্যি ভুত ও ভয়ে খাতের নিচে 😜😜.বৌদি আপনি দারুন দারুন কৌতুক লিখেন। বেশ মজার ছিল।
হা হা হা হা, এই বার বুঝেন কেন আমরা বউকে এতো ভয় করি, যারে দেখে ভূতই ভয় পায় তাকে ভয় না পেলে উপায় আছে। আরে বড় ভূততো ঘরের বউ, হি হি হি। এবার আমিও পালাইইইই।